তরুণদের অনলাইনে বিনামুল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে তথ্য প্রযুক্তি ভিত্তিক দেশের সবচেয়ে বড় সংগঠন ইনফোনেট। এতে দেশের যেকোন প্রান্ত থেকে ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার থাকলেই যেকেউ অনলাইনে এবং ঢাকায় অবস্থিত যেকেউ অফলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাবেন। ইতোমধ্যে ইনফোনেট এর কার্যক্রম এবং শিক্ষার্থী সংখ্যা অন্যান্য প্রতিষ্ঠান থেকে খুব দ্রত হারে বেড়ে চলছে এবং গত ৪ মাসে শিক্ষার্থী সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে।
দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত তথা বেকার তরুণ যুবকগণ বর্তমানে ইনফোনেট এর ট্রেনিং নিচ্ছেন। তথা বাংলা ভাষাভাষি দেশের বাইরে থেকে ২০% এর উপর বিভিন্ন পেশার এবং বিদেশে অধ্যয়রত শিক্ষার্থীগণ ইনফোনেট এর কোর্সগুলোতে অংশ নিয়ে ফ্রিল্যান্সিং করছেন। একলেজের লেকচারার, সাংবাদিক ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ অংশ নিচ্ছেন। তাছাড়া ইনফোনেট এর বর্তমান মেম্বার সংখ্যা ৩০, হাজার ছাড়িয়ে গেছে। https://www.facebook.com/groups/infonetbd/
এতে যেকোন একটি কোর্স যেমন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এসইও(সার্চ ইঞ্চিন অপটিমাইজেশন), গ্রাফিক্স ডিজাইন, ইমেইল মার্কেটিং, ইংরেজী স্পিকিং কোর্স সহ, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের টপ কোর্স সমুহ। প্রতিটি কোর্সের পর উক্ত কোর্সের উপর ওডেস্ক, ইল্যান্স, ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসে উক্ত কোর্সের উপর কিভাবে কাজ করতে হবে, উপর উপর হাতে কলমে শিক্ষা। ফ্রিল্যান্সিং সাইটে কাজ ছাড়াও, উক্ত কোর্স গুলোর উপর দেশীয় বিভিন্ন কাজ করতে দেওয়া হয়। তাছাড়া মেধাবী এবং পরিশ্রমী শিক্ষার্থীদের ইনফোনেট এর সাথে কাজ করার সুযোগ রয়েছে। প্রতিটি কোর্সের সময় ৪৫/৬০ দিন। সপ্তাহে তিনদিন, ১:৩০ মিনিট ক্লাস(প্রথম ১৫ মিনিট আগের লেকচারের উপর আলোচনা, পরবর্তী ৬০ মিনিট মুল লেকচার এবং শেষ ১৫ মিনিট প্রশ্ন পর্ব)। প্রতিটি কোর্সের ক্লাস, লেকচারশীট এবং সিলেবাস রয়েছে। বিস্তারিত, ওয়েবসাইটে: www.infonetbd.org
সন্ধ্যা ৭:০০ থেকে, রাত ১২:৩০ টা পর্যন্ত কোর্স রয়েছে। বর্তমানে ঈদ পরবর্তী ব্যাচে রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশনের জন্য এখানে যান: http://localhost/infonetbd.org/registration
বি:দ্র: রেজিস্ট্রেশন ফি প্রযোজ্য।