
১। প্যারিস জলবায়ু চুক্তি কবে কার্যকর হয়?
উ: ৫ নভেম্বর, ২০১৬
২। ধুলা ও ধোঁয়ার মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় কোন শহরের স্কুলগুলো তিন দিন বন্ধ রাখা হয়?
উ: ভারতের রাজধানী নয়াদিল্লির।
৩। মুক্তিযোদ্ধা হিসেবে নতুনভাবে অন্তর্ভুক্তির জন্য মুক্তিযোদ্ধার বয়স ১৯৭১ সালের ২৬ মার্চ ন্যূনতম কত হতে হবে?
উ: ১৩ বছর।
৪। বিশ্বের মর্যাদাপূর্ণ পরিবেশবিষয়ক পুরস্কার ‘দ্য এনার্জি গ্লোব অ্যাওয়ার্ড ২০১৬’ পেয়েছে কোন সংস্থা?
উ: বান্দরবানের বেসরকারি সংগঠন তাজিংডংয়ের সামাজিক অর্থায়নে গ্রামীণ সাধারণ বন সংরক্ষণ প্রকল্প।
৫। জাতিসংঘের ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উ: মরক্কোর মারাক্কেশে।
৬। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর তালিকায় ঢাকা কততম স্থানে?
উ: ১১তম।
৭। ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ কি?
উ: বাংলাদেশের কেনা সাবমেরিনের নাম।
৮। বীর প্রতীক তারামন বিবি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় কোথায় অবস্থিত?
উ: কুড়িগ্রামের রাজিবপুরে।
৯। বৈশ্বিক উদ্যোক্তা সূচক ২০১৭ অনুযায়ী, ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম স্থানে?
উ: ১৩৩তম স্থানে।
১০। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উ: ২২তম।
১১। আন্তর্জাতিক অপরাধ আদালতে যোগাদানের প্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে কোন দেশ?
উ: রাশিয়া।
১২। ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কবে?
উ: ১৯৯৯ সালের ১৭ নভেম্বর
১৩। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে?
উ: মেজর জেনারেল আবুল হোসেন।
১৪। পানির এসডিজি অর্জনে প্রধানমন্ত্রীর প্রস্তাব কি?
উ: বিশ্ব তহবিল গড়ে তোলা।
১৫। ঢাকা লিট ফেস্ট উদ্বোধন করেন কে?
উ: নোবেলজয়ী সাহিত্যিক ভি এস নাইপল।
১৬। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি?
উ: জামদানি
১৭। মধ্যম আয়ের দেশে উন্নীত হলে জিএসপি সুবিধা পেতে বাংলাদেশকে কতটি কনভেনশন অনুসরণ করতে হবে?
উ: ২৭টি।
১৮। বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে পর্তুগালের বর্ষসেরা নারীর পুরস্কার জিতেছেন কে?
উ: মারিয়া কনসেইসাও।
১৯। ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউআইসিটি)’ এর ২৫তম আয়োজন কোথায় হবে?
উ: ২০২১ সালে ঢাকায়।
২০। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ভারতীয়দের প্রতিটি পরিবারকে কত লাখ রুপি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার?
উ: ৫ লাখ রুপি।
২১। মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস পেয়েছেন কে?
উ: ফারাজ হোসেন।
২২। ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর কোন দেশে শুদ্ধি অভিযান অব্যাহত রয়েছে?
উ: তুরস্কে।
২৩। ফিলিড্রিস নাগাসাউ কি?
উ: ফিজির পিঁপড়া প্রজাতি।
২৪। কিউবার নেতা ফিদেল কাস্ত্রো কবে মারা যান?
উ: ২৫ নভেম্বর, ২০৬।
২৫। সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে চূড়ান্ত স্বীকৃতি পেল বাংলাদেশের কোন প্রাচীন জনপদ?
উ: বগুড়ার মহাস্থানগড়।
২৬। রোহিঙ্গা-সংকট কিভাবে কাটাতে চায় বাংলাদেশ?
উ: বৈশ্বিক সহায়তার মাধ্যমে।
২৭।২০১৫ সালে বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ কত?
উ: ২২৩.৬০ কোটি মার্কিন ডলার।
২৮। দেশের প্রথম খাদ্য প্রক্রিয়াজাত শিল্পাঞ্চল কোথায় হচ্ছে?
উ: নাটোরের লালপুরে।
২৯। লেদা ও কুতুপালং কি?
উ: অনিবন্ধিত রোহিঙ্গা শিবির।
৩০। সম্প্রতি কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কোন ক্লাবের ফুটবলাররা মারা যান?
উ: ব্রাজিলের শাপেকোইনস ক্লাবের ফুটবলার।
৩১। প্রশ্নঃ- ‘দ্য স্টোরি অব বাংলাদেশ’ গানটির গীতিকার ও সুরকার?
উ: জোয়ান বায়েজ
৩২। প্রশ্নঃ-বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন কে?
উ: পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো।
৩৩। প্রশ্নঃ- ‘১৯৭১: আ গ্লোবাল হিস্টরি অব দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ’ বইটির লেখক?
উ: শ্রীনাথ রাঘভন।
৩৪। প্রশ্নঃ-মার্কিন বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের মতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান কে?
উ: ভ্লাদিমির পুতিন।
৩৫। প্রশ্নঃ-জাপান ও রাশিয়ার মধ্যে বিরোধ রয়েছে ?
উ: দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে।
৩৬। প্রশ্নঃ-কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে ‘তিন মা-বাবার সন্তান’ জন্ম দেওয়ার প্রক্রিয়াকে অনুমোদন দিয়েছে?
উ: যুক্তরাজ্য
৩৭। প্রশ্নঃ-বিশ্ব অভিবাসন দিবস।
উ: ১৮ ডিসেম্বর
৩৮। প্রশ্নঃ-বর্তমানে গেজেট আকারে প্রকাশিত তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা?
উ: প্রায় ২ লাখ ১৫ হাজার।
৩৯। প্রশ্নঃ-আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় কে?
উ: মোস্তাফিজুর রহমান।
৪০। প্রশ্নঃ-দেশের প্রথম জেলা পরিষদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
উ: ২৮ ডিসেম্বর।
৪১। প্রশ্নঃ-আপটা কি?
উ: এশিয়া প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের (আপটা)
৪২। প্রশ্নঃ-আপটায় নতুন দেশ হিসেবে যুক্ত হচ্ছে?
উ: মঙ্গোলিয়া।
৪৩। প্রশ্নঃ- দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র?
উ: হালদা।
৪৪। প্রশ্নঃ-সৈয়দ শামসুল হকের সর্বশেষ গল্পগ্রন্থ?
উ: জন্মান্ধ রমজান।
৪৫। প্রশ্নঃ-আইএমএফের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে বাংলাদেশ হবে?
উ: বিশ্বের ৪৫তম বৃহৎ অর্থনীতি।
৪৬। প্রশ্নঃ-বাংলাদেশের সবচেয়ে খরুচে প্রকল্প?
উ:রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প।
৪৭। প্রশ্নঃ-প্রকল্পটিতে ঋণ দেবে?
উ: রাশিয়া।
৪৮। প্রশ্নঃ-সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট?
উ: মিখাইল গর্বাভেচ।