১. প্রশ্নঃ- প্রধানমন্ত্রী শেখ হাসিনা২০১৭ সালের জন্য ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করেন কোনটিকে?

উ: চামড়াকে।

২. প্রশ্নঃ- জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কবে দায়িত্ব গ্রহণ করেন?
উ: ১ জানুয়ারি, ২০১৭

৩. প্রশ্নঃ- হাইতির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে?
উ: জোভেনেল মাইজি।

৪. প্রশ্নঃ- যুদ্ধাপরাধের দায়ে ফ্রান্সে গ্রেপ্তার কসোভোর সাবেক প্রধানমন্ত্রীর নাম?
উ: রামোস হারডিনাজ

৫. প্রশ্নঃ- কত দশক পর যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর।
উ: প্রায় পাঁচ দশক

৬. প্রশ্নঃ- সম্প্রতি জাপান কোন দেশ থেকে সাময়িকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়?
উ: দক্ষিণ কোরিয়া

৭. প্রশ্নঃ- ‘হেরোরো’ ও ‘নামা’ কি?
উ: নামিবিয়ার আদি জনগোষ্ঠী

৮. প্রশ্নঃ- ঘানার নতুন প্রেসিডেন্ট কে?
উ: আকুফো এদো।

৯. প্রশ্নঃ- পর্তুগালের গণতন্ত্রের জনক কে?
উ: মারিও সোয়ারেস।

১০. প্রশ্নঃ- সম্প্রতি রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ সফর করা মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাম?
উ: কিয়াও তিন।

১১. প্রশ্নঃ- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?
উ: ১০ জানুয়ারি

১২. প্রশ্নঃ- যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কোথায় বিদায়ী ভাষণ দেন?
উ: শিকাগোতে

১৩. প্রশ্নঃ- সুইজারল্যান্ডে ফিফার সভায় বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী দলের সংখ্যা কতটিতে করার প্রস্তাব অনুমোদিত হয়েছে?
উ: ৪৮টিতে
১৪. প্রশ্নঃ- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড কার?
উ: সাকিব আল হাসানের। নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রান করেন তিনি।

১৫. প্রশ্নঃ- ‘বঙ্গবন্ধু সিলিকন সিটি’ নামে হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করা হয়েছে?
উ: রাজশাহী মহানগরীতে

১৬. প্রশ্নঃ- সম্প্রতি ভ্যাটিকান সিটিতে দূতাবাস চালু করেছে কোন দেশ?
উ: ফিলিস্তিন

১৭. প্রশ্নঃ- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৪৭তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উ: সুইজারল্যান্ডের দাভোসে

১৮. প্রশ্নঃ- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভেঙ্গে কোন দুটি বিভাগ গঠন করা হয়েছে?
উ: জননিরাপত্তা ও সুরক্ষাসেবা

১৯. প্রশ্নঃ- যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প কবে শপথ গ্রহণ করেন?
উ: ২০ জানুয়ারি

২০. প্রশ্নঃ- ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’ কোথায় অবস্থিত?
উ: রাজধানীর রাজারবাগে

২১. প্রশ্নঃ- বরেণ্য গীতিকবি কুটি মনসুরের কবে মারা যান?
উ: ২৪ জানুয়ারি

২২. প্রশ্নঃ- মেক্সিকোর প্রেসিডেন্ট কে?
উ: এনরিক পেন নিয়েতা।

২৩. প্রশ্নঃ- ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে?
উ: পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা

২৪. প্রশ্নঃ- থাইল্যান্ডের নতুন রাজা কে?
উ: যুবরাজ মহা ভাজিরালংকর্ন

২৫. প্রশ্নঃ- মেজর খালেদস ওয়ার তথ্যচিত্রটির পরিচালক কে?
উ: ব্রিটিশ টিভি সাংবাদিক ভানিয়া কেউলি।

২৬. প্রশ্নঃ- সহজে বাণিজ্য করা যায় এমন দেশের এ বছরের তালিকায় বাংলাদেশের অবস্থান?
উ: ১২৩তম।

২৭. প্রশ্নঃ- এডেন শহর কোন দেশে?
উ: ইয়েমেন

২৮. প্রশ্নঃ- ভিক্টোরিয়া ওকাম্পো কে?
উ: আর্জেন্টাইন বুদ্ধিজীবী, লেখক ও সাহিত্য সমালোচক

২৯. প্রশ্নঃ- অভিবাসন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন?
উ: গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি)।

৩০. প্রশ্নঃ- নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী?
উ: বিল ইংলিশ।

৩১. প্রশ্নঃ- ‘নোবেল পাওয়ার অনুভূতি চাঁদে দাঁড়ানোর মতো’কে বলেছেন?
উ: বব ডিলান।

 

 

আরো পড়ুন:

ভিকারুননিসার ইংলিশ ভার্সনে ৪৭০ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে

ফাযিল পরীক্ষায় নকল ৪ শিক্ষককে বহিষ্কার

বাংলাদেশ হেলথ প্রফেশন্স ইনষ্টিটিউটে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

কোনো সিদ্ধান্ত ছাড়াই দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদের বৈধতা প্রশ্নে অনুষ্ঠিত সভা শেষ হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের ধর্মঘট

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline