📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

সাম্প্রতিক তথ্য

৩৮ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

===
সাম্প্রতিক তথ্য

উপজেলা=৪৯০, সর্বশেষ ( কর্ণফুলী, চট্টগ্রাম)
থানা=৬৩৯ ,সর্বশেষ পটুয়াখালীর মহীপুর
পৌরসভা=৩২৬ ,সর্বশেষ , ফরীদপুরের আলফাডাঙ্গা।
ইউনিয়ন=৪৫৬২( জাতীয় তথ্য বাতায়ন) । নীকার >> ৪৫৩৬।

জেলা=৬৪
বিভাগ=৮ ,সর্বশেষ ময়মনসিংহ ।দেশের ক্ষুদ্রতম বিভাগ
– ময়মনসিংহ। মোট জেলা > ৪টি।
,
সিটি করপোরেশন=১২, সর্বশেষ ময়মনসিংহ

গ্রাম=৮৭৩৭২
স্থল বন্দর >> ২৩। সর্বশেষ > বাল্লা।
.গ্যাসক্ষেত্র -২৬টি (সর্বশেষ—রূপসা নারায়ণগঞ্জ)

===
বাংলাদেশের মাথাপিছু আর্ন >> ১৪৬৬ মার্কিন ডলার( অর্থনৈতিক সমীক্ষা-২০১৬’ ।
১১৯০ মার্কিন ডলার > বিশ্ব ব্যাংক

=
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানঃ


১. মানব সূচক উন্নয়নে বাংলাদেশের অবস্থান কত?>> ১৪২।
২ জনসংখ্যায় বিশ্বে > ৮ম
৩. জনসংখ্যার দিক থেকে এশিয়ার – পঞ্চম
৪ জনসংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ায় – তৃতীয়
৫ জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে – চতুর্থ (১ম ইন্দোনেশিয়া)
৬,আয়তনে সার্ক দেশগুলোর মধ্যে – চতুর্থ।(১ম ভারত)

৭. ধান উৎপাদনে – চতুর্থ। (১ম চীন)
৮. পাট উৎপাদনে – ২য় । (১ম ভারত)
৯.পাট রপ্তানিতে – ১ম ।
১০. চা উৎপাদনে -চতুর্থ। (১ম চীন)
১১. মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে -চতুর্থ।
১২. আলু উৎপাদনে – ৮ম।
১৩, সবজি উৎপাদনে>>৩য়।
১৪। পোশাক রপ্তানতে > ২য়।
১৫। রেমিট্যান্স প্রাপ্তিতে > ৭ম
১৬। শান্তি রক্ষায় সেনা প্রদানে > ১ম ।

১৭. বিশ্ব ইন্টারনেট সূচকে -৬৩তম

১৮.টেস্ট ক্রিকেটে>>৯ম
১৯. ওয়ানডে ক্রিকেটে> ৭ম।
২০.বাংলাদেশ বিশ্বের ১১০তম সুখী দেশ। শীর্ষ দেশ ডেনমার্ক
২১. গণতন্ত্র সূচকে > ৮৬।
ভালো দেশের সূচকে > ১১৭।
মাথাপিছু আয়ের দিক থেকে > ১৮৩।

২২। বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে। মোট আমদানির ৩১.৮%
২৩। বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে । মোট রপ্তানির ১৬.১%।
২৪। বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ > যুক্তরাজ্য
২৫। বিশ্বে বিনিয়োগে শীর্ষ দেশ>> চীন

==

==

বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি

=
১) বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি বিল পাস হয়ঃ
– ৬ মে ২০১৫ (রাজ্যসভায়)
– ৭ মে ২০১৫ (লোকসভায়)
২) ভুল শুধরে আবার পাশ হয় ১১মে ২০১৫। ১০০তম সংশোধনী ছিল কিন্তু ১১৯তম হবে।
৩) বাংলাদেশের মন্ত্রিসভায় বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদিত হয়- ২৫ মে ২০১৫
৪) স্থল সীমান্ত চুক্তি-১৯৭৪ ও ২০১১ সালের প্রটোকল অনুমোদনের দলিল বিনিময় হয় ৬জুন, ২০১৫।
৫) আনুষ্ঠানিকভাবে কার্যকর- ৩১ জুলাই ২০১৫।ছিটমহল বিনিময় কার্যকর হয়
– ১ আগস্ট ,২০১৫।
৬) বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল- ১৬ মে ১৯৭৪।
৭) বাংলাদেশের ভেতর ভারতের ১১১টি ছিট মহলের আয়তন- ১৭,১৫৮ একর।
৮) ভারতের ভেতর বাংলাদেশের ৫১টি ছিট মহলের আয়তন- ৭,১১০ একর।
৯) ৩১ জুলাই ২০১৫ মধ্যরাতে বাংলাদেশ ও ভারতের মধ্য আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময়ের মাধ্যমে উভয় দেশের মানচিত্র থেকে ছিটমহল নামের শব্দটি উঠে যায়।
১০) অচিহ্নিত সীমানা ৬.৫ কি.মি।
১১) সীমান্তের মধ্যে চিহ্নিত সীমান্ত ৪.৫ কি.মি।
১২) অচিহ্নিত রয়ে গেছে বিলোনিয়া সেক্টরে মুহুরীর চরের শুধু ২কি.মি সীমানা।
১৩) অপদখলীয় জমি ৫০৪৪.৭২ একর।
১৪) বাংলাদেশ পায় ৬টি স্থানে ২২৬৭. ৬৮২ একর।
১৫) ভারত পায় ১২টি স্থানে ২৭৭৭.০৩৮ একর।
১৬) মুজিব-ইন্দিরা চুক্তি (স্থল সীমান্ত চুক্তি) স্বাক্ষরিত হয় ১৬ মে, ১৯৭৪।
১৭) বাংলাদেশে সংসদে পাশ হয় ২৩ নভেম্বর ১৯৭৪। (সংবিধানের ৩য় সংশোধনী)

নিন্ম মধ্যম আয়ের দেশ এখন বাংলাদেশ (১ জুলাই ২০১৫) বিশ্ব ব্যাংকের ৪
ভাগ
১। নিন্ম আয়ের >> ১০২৫ মার্কিন ডলার
২। নিন্ম মধ্যম আয়ের >> ১০২৬- ৪০৩৫মার্কিন ডলার
৩। উচ্চ মধ্যম আয়ের >> ৪০৩৬- ১২, ৪৭৫মার্কিন ডলার
৪। উচ্চ আয়ের >> ১২, ৪৭৬ >মার্কিন ডলার

===

বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ মামলার রায় হয় ১৪ মার্চ ২০১২,(ITLOS)
বাংলাদেশ ভারত সমুদ্রসীমা বিরোধ মামলার রায় হয় ৭ জুলাই ২০১৪,(PCA)
***বর্তমানে বাংলাদেশের সমুদ্রসীমা ১,১৮,৮১৩ বর্গ কি মি,
***অর্থনৈতিক অঞ্চল ২০০নটিক্যাল মাইল পর্যন্ত.
মহী সোপানে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত.

। ২০১৫ সালের বিশ্ব খাদ্য পুরুস্কার লাভ যে বাংলাদেশি
– স্যার ফজলে হাসান আবেদ ।

.
রাষ্ট্রীয় বনভূমি আছে >> ৩৫জেলায়
রাষ্ট্রীয় বনভূমি নেই>>২৯ জেলায়।
/
ঘূর্ণিঝড় রোয়ানু কবে আঘাত হানে > ২১মে ২০১৬। রোয়ানু মালদ্বপের দেভেহী ভাষার শব্দ । অর্থ > নারকেলের ছোড়বা।
সম্প্রত কোন দেশে বঙ্গবন্ধু চেয়ার প্রফেসরসপ চালু করা হয়েছে > থাইল্যাণ্ড । AIT.
সম্প্রতি কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোমের মূর্তি স্থাপন করা হয় ?
–কলকাতার ওয়াক্স মিউজিয়ামে।
। ‘জনকের মুখ‘ কী?
– বঙ্গবন্ধুককে নিয়ে লেখা ৫৫টি ছোট গল্পের সংকলন । সম্পাদনা করেছেন আখতার হুসেন।

.দেশের ৩৫তম সরকারি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হবে
মূল ক্যাম্পাস সিরাজগঞ্জের শাহজাদপুর তবে পতিসর এবং শিলাইদহে পৃথক দুটি ক্যাম্পাস তৈরি করা হবে ।
,
বাংলাদেশের ১ম কৃত্রিম উপগ্রহ কোনটি?
–বঙ্গবন্ধু স্যাটেল্যাইট (উতক্ষেপণ করা হবে ২০১৭সালের ১৬ডি: )। এজন্য ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ কক্ষপথ ভাড়া নেওয়া হয়। গাজীপুরের জয়দেব পুর, রাঙামাটির বেতবুনিয়ায় েএটির দুটি গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হবে।মো্ট ব্যয় হবে ২৯৬৭কোটি টাকা । পৃথিবীতে বর্তমানে ৫৭টি আছে।
.
ঢাকার মেট্রোরেলের দৈর্ঘ্য >> ২০.৫ কি.মি.
.
অভিষেক ওয়ানডে ও টেস্টে ম্যান অব দ্যা ম্যাচ হওয়া একমাত্র ক্রিকেটার কে?
– মোস্তাফিজুর রহমান।
,
প্রশ্ন :বাংলাদেশে মান সময় চালু হয় কখন?
উত্তর :৮ মে ২০১৪।
প্রশ্ন :বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর ‘জীবনরহস্য’ উন্মোচন করেছেন?-
উত্তর :মহিষ।

প্রশ্ন :২ মার্চ ২০১৪ পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন কে?
উত্তর : অধ্যাপক ফারজানা ইসলাম
প্রশ্ন :দেশের কোথায় প্রথম হাইটেক পার্ক নির্মিত হবে?-
উত্তর :কালিয়াকৈর, গাজীপুর।

প্রশ্ন :বাংলাদেশের ২১তম এবং বর্তমান প্রধান বিচারপতি কে?
উত্তর :বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা
.

সম্প্রতি বাংলাদেশি বিজ্ঞানী জাহিদ হাসানের নেতৃত্বে যে অধরা কণার সন্ধান পাওয়া গেছে তার নাম কি?
– ভায়েল ফার্মিয়ন
. আলোক তরঙ্গ তত্ত্বে অবদান রাখা বাংলাদেশি বিজ্ঞানী
.
দিপঙ্কর , ও সেলিম শাহরিয়ার

   
   

0 responses on "সাম্প্রতিক তথ্য"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved