
সাধারণ-বিজ্ঞান – বিজ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 9
81. প্রক্সিমা সেন্টরাই পৃথিবী থেকে কত দূরে?
- ৪.৩ আলোকবর্ষ
- ৩.৪ আলোকবর্ষ
- ৪.৮ আলোকবর্ষ
- ৪.৫ আলোকবর্ষ
82. ট্রাজেডি,কমেডি ও ফার্সের মূল্ পার্থক্য-
- কাহিনীর সরলতা ও জটিলতায়
- জীবনানুভূতির গভীরতায়
- ভাষার প্রকারভেদ
- দৃষ্টিভঙ্গির সূক্ষতায়
83. নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড?
- MgO
- P4O10
- CO
- ZnO
84. পাতায় তৈরি খাদ্য কোনটি দিয়ে পরিবাহিত হয়?
- স্কেরেনকাইমা
- জাইলেম
- প্যারেনকাইমা
- ক্লোয়েম
85. Photosynthesis takes place in –
- Stems of the plants
- All parts of the plants
- Green parts of the plants
- Roots of the plant
86. একটি রক্তের রিপোর্টে কোনটি বেশি থাকা ভাল?
- হিমোগ্লোবিন
- শর্করা
- ইউরিক এসিড
- কোলেস্টেরল
87. ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা নেমে গেলে কি বুঝতে হবে ?
- আবহাওয়া ভাল
- বায়ুতে প্রচুর জলীয়বাষ্প
- বায়ুতে জলীয়বাষ্প কম
- কোনটি নয়
88. রোধের একক –
- জুল
- ওয়াট
- ওহম
- কেলভিন
89. কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বত হয় ?
- নাইট্রোজেন
- দস্তা
- পটাশিয়াম
- সালফার
90. What is the scientific study of animals called?
- Zoology
- Psychiatry
- Anthropology
- Animology
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।