অণুজীব

সাধারণ-বিজ্ঞান – বিজ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 8

71. নিচের কোন উক্তিটি সঠিক ?

  1. বায়ু একটি মৌলিক পদার্থ
  2. বায়ু একটি মিশ্র পদার্থ
  3. বায়ু একটি যৌগিক পদার্থ
  4. বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়

72. সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লী তৈরি করা হয়েছে কোন রাষ্ট্রে?

  1. যুক্তরাষ্ট্র
  2. জাপান
  3. নেপাল
  4. ভারত

73. যেসব নেউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় , তাদের কী বলা হয়?

  1. আইসোবার
  2. আইসোটোন
  3. আইসোটোপ
  4. আইসোমার

74. ছত্রাকের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানী কে?

  1. অধ্যাপক ড. নূরূল হুদা
  2. অধ্যাপক ড. আবুল হুমমাম
  3. সিরাজুল সালেকিন
  4. ড. মাকসুদুল আলম

75. ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কী হিসেবে?

  1. চুম্বক ক্ষেত্র হিসেবে
  2. কার্বন ক্ষেত্র হিসেবে
  3. বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে
  4. মেমোরি চিপ হিসেবে

76. পীট কয়লার বৈশিষ্ট হল-

  1. পাহাড়ী এলাকায় পাওয়া যায়
  2. মাটির অনেক গভীরে থাকে
  3. দহন ক্ষমতা কয়লার তুলনায় অধিক
  4. ভিজা  ও নরম

77. এইচআইভি রোগের লক্ষণ নয়-

  1. দুর্বলতা
  2. মাথাব্যথা
  3. জ্বর
  4. ডায়রিয়া

78. বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?

  1. টমাস এডিসন
  2. বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
  3. আইজ্যাক নিউটন
  4. ভোল্টা

79. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র-

  1. ক্রনোমিটার
  2. ওডোমিটার
  3. ট্যাকোমিটার
  4. হাইগ্রোমিটার

80. পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারন, আলোর –

  1. প্রতিসরণ
  2. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
  3. বিচ্ছুরণ
  4. পোলারায়ন

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline