
সাধারণ-বিজ্ঞান – বিজ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 4
31. বাংলাদেশের কৃষিতে ‘দোয়েল’ –
32. বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফিকোয়েন্সি হলো –
- ৫০ হার্জ
- ২২০ হার্জ
- ২০০ হার্জ
- ১০০ হার্জ
33. কোনটি জৈব অম্ল?
- নাইট্রিক এসিড
- হাইড্রোক্লোরিক এসিড
- এসিটিক এসিড
- সালফিউরিক এসিড
34. কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
- ওয়াইম্যাক্স
- সি-মস
- ব্লু-টুথ
- ব্রডব্যান্ড
35. এন্টিবায়োটিকের কাজ –
- রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করা
- জীবাণু ধ্বংস করা
- ভাইরাস ধ্বংস করা
- দ্রুত রোগ নিরাময় করা
36. মাশরুম এক ধরনের –
- অপুষ্পক উদ্ভিদ
- পরজীবী উদ্ভিদ
- ফাঙ্গাস
- অর্কিড
37. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হলো –
- আয়ন বায়ু
- নিয়ত বায়ু
- প্রত্যয়ন বায়ু
- মৌসুমী বায়ু
38. বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায় –
- এক কিলোওয়াট-ঘন্টা
- এক ওয়াট-ঘন্টা
- এক কিলোওয়াট
- এক ওয়াট
39. x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জড় সংখ্যা হবে?
- x + y + 1
- xy
- xy + 2
- x + y
40. ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে –
- ঊষা
- গোধূলি
- গুরুবৃত্ত
- ছায়াপথ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।