
সাধারণ-বিজ্ঞান – বিজ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 26
251. PCR-এর পরিপূর্ণ অর্থ কি?
- পলিমার কার্বন রিঅ্যাকশন
- পলিমার কার্বহাইড্রেট রিঅ্যাকশন
- পলিমার ক্যাটালাইসিস রিঅ্যাকশন
- পলিমার চেইন রিঅ্যাকশন
252. ম্যানোমিটার ব্যবহার করা হয়-
- বেগ পরিমাপ করার জন্য
- চাপ পরিমাপ করার জন্য
- তাপমাত্রা পরিমাপ করার জন্য
- কোনটিই নয়
253. বায়োগ্যাস তৈরির পর যে অবশিষ্টাংশ থকে তা-
- সার হিসেবে ব্যবহার করা যায়
- হাঁস-মুরগীর খাবার হিসেবে ব্যবহার করা যায়
- জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়
- কোন কাজে লাগে না
254. নিম্নোক্তগুলোর কোনটি পারমাণবিক চুল্লীতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়?
- গ্রাফাইট
- স্টীল
- কয়লা
- সীসা
255. Most undesirable element in natural gas is-
- Carbon
- Sulphur
- Hydrogen
- Oxygen
256. টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়-
- শব্দ শক্তি
- আলোক শক্তি
- তড়িৎ শক্তি
- চৌম্বক শক্তি
257. দূরবর্তী স্থানে ছবি ও লেখা পাঠানোর ইলেকট্রনিক ব্যবস্থার নাম কি?
- টেলিপ্রিন্টিং
- টেলিগ্রাফি
- টেলেক্স
- ফ্যাক্স
258. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতুনির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাইবার বড় কারণ-
- কম্পিউটার
- অফসেট প্রিন্ট
- ফটো লিথোগ্রাফী
- প্রসেস ক্যামেরা
259. সিলিকনের ব্যবহার কোন শিল্পে বেশি হয়?
- ওষধ
- ইলেকট্রনিক
- রঙ
- কাগজ
260. জলবায়ূ পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে?
- ফিজি
- গোয়াম
- পাপুয়া নিউগিনি
- মালদ্বীপ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।