অণুজীব

সাধারণ-বিজ্ঞান – বিজ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 25

241. নিচের কোন রশ্মির চার্জ ও ভর নেই?

  1. আলফা
  2. বিটা
  3. গামা
  4. পজিট্রন

242. ১৮৯৮ সালে মাদাম কুরি ও পিয়ারে কুরি আবিষ্কার করেন-

  1. ইউরেনিয়াম
  2. রেডিয়াম
  3. থোরিয়াম
  4. লেজার রশ্মি

243. গামা রশ্মি হলো-

  1. ক.
  2. তড়িৎ চুম্বকীয় রশ্মি
  3. তড়িৎ চুম্বকীয় রশ্মি নয়
  4. ওপরের কোনোটিই সত্যি নয়

244. বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম-

  1. বেরোগ্রাফ
  2. ব্যারোমিটার
  3. এনোমোমিটার
  4. ম্যানোমিটার

245. নিচের কোনটি Fossil fuel নয়?

  1. পেট্রোলিয়াম
  2. কয়লা
  3. প্রাকৃতিক গ্যাস
  4. 273 U

246. টিউমার, ক্যান্সার প্রভৃতি রোগের চিকিৎসায় কোন রশ্মি ব্যবহার করা হয়?

  1. আলফা
  2. এক্সরে
  3. গামা
  4. বিটা

247. ফনোগ্রাম কে আবিষ্কার করেন?

  1. রন্টজেন
  2. ফারাডে
  3. মার্কনি
  4. এডিসন

248. Polygraph বা মিথ্যা ধরার যন্ত্র আবিষ্কার করেন কে-

  1. জন এ লারসন
  2. ডেনিস গ্যাবার
  3. লেসার্ড
  4. লীডি ফরসেট

249. টেলিফোন আবিষ্কার করেন-

  1. বেল
  2. মার্কনী
  3. গ্যালিলিও
  4. ইবনে সিনা

250. E=mc2 কোন থিওরীর একটি ফরমূলা?

  1. বসু-আইনস্টাইন পরিসংখ্যান
  2. আইনস্টাইনের থিউরি অব রিলেটিভিটি
  3. বিগ ব্যাং থিউরী
  4. রোজারে সিংগুলারিটি থিওরী

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline