
সাধারণ-বিজ্ঞান – বিজ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 24
231. কোনটি সবচেয়ে বেশি দুগ্ধ প্রদানকারী গাভীর জাত?
- হরিয়ানা
- সিন্ধী
- ফ্রিসিয়ান
- হিসার
232. কোন পশু শব্দ করতে পারেনা?
- গণ্ডার
- ক্যাঙ্গারু
- জিরাফ
- নীল গাই
233. অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন হয় তাকে বলা হয়-
- অবাত শ্বসন
- সবাত শ্বসন
- ক ও উভয়ই
- কোনটিই নয়
234. মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিচের কোনটি?
- মস্তিষ্ক
- হাইপোথ্যালামাস
- ত্বক
- পিটুইটারী
235. ‘হার্ট-এটাক’ ও ‘স্ট্রোক’ সম্পর্কে কোন উক্তিটি সঠিক নয়?
- হার্ট-এটাক হলে হৃৎপিণ্ডের কিছু টিস্যু মরে যায়
- মস্তিষ্কে রক্তসঞ্চালন বাধাপ্রাপ্ত হলে স্ট্রোক হতে পারে
- স্ট্রোকের মূল কারণ হার্ট-এটাক
- স্ট্রোক-এর ফলে মানুষ পক্ষাঘাতগ্রস্থ হতে পরে
236. ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?
- গায়ের ঘাম বের হতে দেয় না
- বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে
- পাখার বাতাস শীতল জলীয়বাষ্প ধারন করে
- পাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায়
237. Carbon-১৪ রেডিও আইসোটোপের অর্ধায়ু–
- 3680 বছর
- 5568 বছর
- 1283 বছর
- কোনটাই নয়
238. গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যাবহৃত হয়?
- বেকেরেল রশ্মি
- x- রশ্মি
- গামা রশ্মি
- বিটা রশ্মি
239. বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি–
- যুক্ত অবস্থার চাইতে কম
- যুক্ত অবস্থার চাইতে অধিক
- যুক্ত অবস্থার সমান
- কোনোটিই সঠিক নয়
240. আসল হীরা চেনার উপায় কি?
- এর ভিতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে না
- ইহা রঞ্জন রশ্মি শোষণ করে নেয়
- এর ভিতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে
- ইহা উপরের চাচচিক্য ও সৌন্দর্য দেখে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।