
সাধারণ-বিজ্ঞান – বিজ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 23
221. মাইট্রোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?
- 0.7
- 0.72
- 0.73
- 0.8
222. মূল নেই কোন উদ্ভিদের?
- ফর্ণিমনসা
- বীরুৎ
- গল্ম
- মিউকর
223. অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
- পেনিসিলিন
- ইনসুলিন
- ফলিক এডিস
- অ্যামিনো এসিড
224. ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রী তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে?
- 0
- 1000
- 40
- -400
225. পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারন-
- পেট্রোলের সাথে পানি মিশে যায়
- পেট্রোল পানির সাথে মিশে না
- পেট্রোল পানির চেয়ে হালকা
- খ ও গ উভয়ই ঠিক
226. হৃদপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত ?
- ঐচ্ছিক
- অনৈচ্ছিক
- বিশেষ ধরনের ঐচ্ছিক
- বিশেষ ধরনের অনৈচ্ছিক
227. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ ?
- আমিষ
- স্নেহ
- আয়োডিন
- লৌহ
228. প্রবাল এক প্রকার–
- এককোষী কীট
- এককোষী উদ্ভীদ
- বহুকোষী কীট
- বহুকোষী উদ্ভীদ
229. আকৃতি ,অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?
- 2
- 3
- 4
- 5
230. ডি.এন.এ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে ?
- স্যানগার ও পলিং
- ওয়াটসন ও ক্রিক
- লুই পাস্তুর ও ওয়াটসন
- পলিং ও ক্রিক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।