
সাধারণ-বিজ্ঞান – বিজ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 22
211. বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়?
- ওয়াট আওয়ারে
- ওয়াটে
- ভোল্টে
- কিলোওয়াট ঘন্টায়
212. এক গ্রাম পানির তাপমাত্রা ২০০ হতে ৩০০ সেলসিয়াস বৃদ্ধির জন্যে কত তাপের প্রয়োজন?
- ১০ ক্যালরি
- ২ ক্যালরি
- ৩ ক্যালরি
- ৪ ক্যালরি
213. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
- গ্লিসারিন
- ফিটকিরি
- সোডিয়াম ক্লোরাইড
- ক্যালসিয়াম কার্বনেট
214. ক্যান্সার রোগের কারণ কি?
- কোষের স্বাভাবিক মৃত্যু
- কোষের অস্বাভাবিক বৃদ্ধি
- কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
- উপরের সবগুলি
215. সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেঃ মিঃ এ-
- ৫ কিঃ মিঃ
- ১০ কিঃ মিঃ
- ২৭ কিঃ মিঃ
- ১০ নিউটন
216. সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়-
- সবুজ আলোতে
- নীল আলোতে
- লাল আলোতে
- বেগুনী আলোতে
217. স্যালিক এসিড-
- আমলকিতে পাওয়া যায়
- কমলালেবুতে পাওয়া যায়
- আঙ্গুরে পাওয়া যায়
- টমোটোতে পাওয়া যায়
218. ঘন পাতাবিশিষ্ট বৃক্ষের নিচে রাতে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়, কারণ গাছ হতে-
- অধিক পরিমাণ অক্সিজেন নির্গত হয়
- অধিক পরিমাণে কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়
- অধিক পরিমাণে কার্বন মানো-অক্সাইড নির্গত হয়
- বিষাক্ত সারনাইড নির্গত হয়
219. কোনটি বেশি স্থিতিস্থাপক?
- ইস্পাত
- রবার
- কাঁচ
- পানি
220. আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?
- 39
- 32
- 33
- 34
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।