
সাধারণ-বিজ্ঞান – বিজ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 19
181. ফরমালিন হলো ফরমালডিহাইডের ___%জলীয় দ্রবণ
- 10
- 20
- 30
- 40
182. ট্রান্সফরমার কোন বৈশিষ্টকে রূপান্তর করে?
- তড়িৎ প্রবাহ
- ভোল্টেজ
- উভয়টি
- কোনটিই নয়
183. ধানের বাদামি রোগ কি দ্বারা হয়?
- ব্যাকটেরিওফাজ
- ছত্রাক
- ভাইরাস
- ব্যাকটেরিয়া
184. চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?
- অপাবর্তনে
- বায়ুমণ্ডলীয় প্রতিসরণ
- দৃষ্টিভ্রমে
- আলোর বিচ্ছুরণে
185. এসবেসটস কী?
- এক ধরনের রাসায়নিক পদার্থ
- অগ্নি নিরোধক খনিজ পদার্থ
- কম ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
- বেশি ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
186. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
- সিলিকন চিপ
- এল ই ডি
- আইসি
- এল সি ডি
187. সফল, অগ্রণী >উন্নত জাতের
- শসা
- সরিষা
- মরিচ
- আলু
188. ইউরি গ্যাগারিন মহাশুন্যে যান –
- 1956
- 1961
- 1964
- 1969
189. উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?
- পটাসিয়ামের
- নাইট্রোজেনের
- ফসফরাসের
- ইউরিয়ার
190. হীরক কোন মৌলের একটি বিশেষ রুপ?
- কার্বন
- স্বর্ণ
- সিলিকা
- প্লাটিনাম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।