অণুজীব

 

সাধারণ-বিজ্ঞান – বিজ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 17

161. দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ –

  1. প্রয়োজন মত ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়
  2. বিদ্যুৎ এর অপচয় কম হয়
  3. পথে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
  4. অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়

162. কোনটি চৌম্বক পদার্থ নয়?

  1. অ্যালুমিনিয়াম
  2. কাঁচা লোহা
  3. ইস্পাত
  4. কোবাল্ট

163. যক্ষা রোগের জীবাণু কে আবিস্কার করেন?

  1. উইলহেল্ম রন্টজেন
  2. ফার্দিনান্দ কন
  3. রবার্ট কচ
  4. আলেক্সান্ডার ফ্লেমিং

164. যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে তাকে কি বলে?

  1. জারক
  2. বিজারক
  3. আইসোটোপ
  4. অম্ল

165. একটি সাধারণ কুকুরের কতগুলো দাঁত থাকে?

  1. 22
  2. 36
  3. 32
  4. 42

166. প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে –

  1. জুওলজী
  2. বায়োলজী
  3. জেনেটিক্স
  4. ইভোলিউশন

167. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়

  1. শিরার ভেতর দিয়ে
  2. ধমনীর ভেতর দিয়ে
  3. স্নায়ুর ভেতর দিয়ে
  4. কোষের ভেতর দিয়ে

168. মস্তিস্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের-

  1. এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে
  2. অর্ধেক ধ্বংস হয়ে গেলে
  3. এক-তৃতীয়াংশ বেড়ে গেলে
  4. এক-তৃতীয়াংশ বেড়ে গেলে

169. নারভাস সিস্টেমে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে ?

  1. নিউরন
  2. নেফ্রেন
  3. মাস্ট সেল
  4. থাইমাস

170. লোকভর্তি হলঘরে শূন্যঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ-

  1. শূন্য ঘরে শব্দের শোষণ বেশি হয়
  2. শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
  3. লোকভর্তি ঘরে মানুষের সোরগোল হয়
  4. শূন্য ঘর নীরব থাকে

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline