
সাধারণ-বিজ্ঞান – বিজ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 15
141. পাইরোমিটার কী?
- উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র
- ভূকম্পন তরঙ্গ নির্ণায়ক যন্ত্র
- মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র
- সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র
142. রেক্টিফাইড স্পিরিট হল-
- ৯৫% ইথাইল এলকোহল ৫% পানি
- ৯০% ইথাইল এলকোহল ১০% পানি
- ৮০% ইথাইল এলকোহল ২০% পানি
- ৯৮% ইথাইল এলকোহল ২% পানি
143. বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত?
- আটলান্টা
- লন্ডন
- বাংলাদেশ
- নিউয়র্ক
144. ইউরোপের কোন দেশের আকৃতি অনেকটা জুতার মত?
- ভিয়েনা
- বেলজিয়াম
- ইতালি
- নরওয়ে
145. কোনটি কন্দাল কাণ্ড?
- গোলআলু
- ফণিমনসা
- কচু
- পেঁয়াজ
146. সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল –
- সোডিয়াম
- খনিজ লবণ
- জিপসাম
- সালফার
147. অ্যালিউমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে?
- ফিটকিরি
- সেভিং সোপ
- কস্টিক সোডা
- চুন
148. ডুবোজাহাজ হতে পানির উপরে কোনো বস্তু দেখার জন্য ব্যবহৃত হয় –
- টেলিস্কোপ
- নভোঃ মাইক্রোস্কোপ
- বাইনোকুলার
- পেরিস্কোপ
149. ‘এভিকালচার’ বলতে কি বোঝায়?
- পাখি পালন বিষয়াদি
- বাজ পাখি পালন বিষয়াদি
- উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদী
- উড়োজাহাজ ব্যবস্হাপনা
150. জারণ বিক্রিয়ায় কী ঘটে?
- ইলেক্ট্রন বর্জন
- ইলেক্ট্রন গ্রহণ
- শুধু তাপ উৎপন্ন হয়
- ইলেক্ট্রন আদান-প্রদান
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।