
সাধারণ-বিজ্ঞান – বিজ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 14
131. সর্বাপেক্ষা দক্ষতাসম্পন্ন ইঞ্জিন কোনটি
- ডিজেল
- পেট্রোল
- গ্যাস ইঞ্জিন
- বৈদ্যতিক
132. মানুষের চোখের রং নির্ভর করে কিসের ওপর?
- কর্নিয়ার ওপর
- কোরয়েডের ওপর
- আইরিশের ওপর
- রেটিনার ওপর
133. আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহন করে –
- ইউরিয়া ও গ্লুকোজ
- অক্সিজেন ও গ্লুকোজ
- এমাইনো এসিড ও কার্বন ডাই অক্সাইড
- অক্সিজেন ও রক্তের আমিষ
134. কোলেস্টেরল এক ধরনের-
- জৈব এসিড
- পলিমার
- অসম্পৃক্ত এলকোহল
- এমিনো এসিড
135. সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
- উত্তল
- অবতল
- জুম
- সিলিনড্রিক্যাল
136. সোনায় মরিচা ধরে না কেন?
- সোনা মূল্যবান ধাতু
- সোনা সক্রিয় ধাতু
- সোনা উজ্জ্বল ধাতু
- সোনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু
137. সমটানসম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?
- অর্ধেক হবে
- তিনগুন হবে
- দিগুন হবে
- চারগুন হবে
138. পারমাণবিক বোমার আবিষ্কারক কে?
- ওপেনহেমার
- অটোহ্যান
- আইনস্টাইন
- রোজেনবার্গ
139. এস. আই এককে চোউম্বক ফ্লাক্স এর একক কি?
- লুমেন
- ক্যান্ডেলা
- ওয়েবার
- লাক্স
140. ইস্পাত সাধারণ লৌহ থেকে ভিন্ন, কারণ এতে –
- সব বিজাতীয় দ্রব্য বের করে দেয়া হয়েছে
- বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
- সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
- লোহাকে টেস্পারিং করা হয়েছে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।