
সাধারণ-বিজ্ঞান – বিজ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 13
121. অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে-
- অফসেট মুদ্রন পদ্ধতিতে
- পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
- স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে
- ডিজিটাল ইমেজিং পদ্ধতিতে
122. ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে –
- ফুলে ফুলে সংস্পর্শে
- কীটপতঙ্গের সাহায্যে
- পাতা দ্বারা স্থানান্তরিত হয়ে
- বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
123. বায়ুমণ্ডলে চাপের ফলে ভূ-গর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়-
- ১ মিটার
- ১০ মিটার
- ১৫ মিটার
- ৩০ মিটার
124. সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
- ৫ সেমি
- ৭৬ সেমি
- ৭২ সেমি
- ৭৭ সেমি
125. রিমট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায় –
- রেডিও ট্রান্সমিটার সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ
- রাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকন
- কোয়াসার প্রভৃতি মহাজাগতিক উৎস থেকে সংকেত অনুধাবন
- উপগ্রহের সাহায্যে দূর থেকে ভুমন্ডলের অবলোকন
126. মধ্যকর্ণের অংশ নয় কোনটি??
- ইনকাস
- ম্যালিয়াস
- স্টেপিস
- ককলিয়া
127. Altimeter কি?
- উচ্চতা পরিমাপক যন্ত্র
- তাপ পরিমাপক যন্ত্র
- উষ্ণতা পরিমাপক যন্ত্র
- গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র
128. মানুষের লালারসে কোন এনজাইমটি থাকে?
- পেপসিন
- ট্রিপসিন
- টায়ালিন
- অ্যামাইলেড
129. যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে –
- ৭৫ ডি বি
- ৯০ ডি বি
- ১০৫ ডি বি
- ১২০ ডি বি
130. কোন ধাতুর উপড় আঘাত করলে শব্দ হয়না?
- তামা
- পিতল
- লোহা
- এন্টিমনি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।