সাধারণ-জ্ঞান – ভর্তি-পরীক্ষা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 6
51. বাংলাদেশের কোন জেলায় বেশী গম উৎপন্ন হয়?
- রাজশাহী
- পাবনা
- সিলেট
- রংপুর
52. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি?
- কানাডা
- রাশিয়া
- কিউবা
- পোল্যান্ড
53. বাংলাদেশর সংবিধান থেকে ‘ধর্ম নিরপেক্ষতা’ তুলে দেয়া হয় কবে?
- ১৯৮০ সালে
- ১৯৭২ সালে
- ১৯৭৫ সালে
- ১৯৭৮ সালে
54. বাংলাদেশর মধ্য দিয়ে কোন রেখাটি অতিক্রম করেছে?
- ট্রপিক অব ক্যানসার
- ৯০ পূর্ব দ্রাঘিমা রেখা
- কর্কট ক্রান্তি রেখা
- সবগুলো
55. গণ-পরিষদ এর প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?
- শাহ আব্দুল হামিদ
- মির্জা আব্বাস
- মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ
- কোনটিই নয়
56. বাংলাদেশে শীতল পানির ঝরণা কোথায় অবস্থিত?
- সীতাকুন্ড পাহাড়ে
- হিমছড়ি পাহাড়ে
- কুলাউড়া পাহাড়ে
- লালমাই পাহাড়ে
57. বাংলাদেশের সংবিধান দিবস কবে?
- ৪ নভেম্বর ১৯৭২
- ১৬ ডিসেম্বর ১৯৭২
- ৪ অক্টোবর ১৯৭৩
- ৪ নভেম্বর ১৯৭৩
58. পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল?
- রাজবন বিহার
- সীতাকোট বিহার
- সোমপুর বিহার
- জগদ্দল বিহার
59. বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ব্যবস্থা কত স্তর বিশিষ্ট?
- ৫ স্তর
- ৪ স্তর
- ৩ স্তর
- ৬ স্তর
60. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস “এক প্রজন্মের সংলাপ” কার লেখা?
- সেলিনা হোসেন
- আমজাদ হোসেন
- শওকত ওসমান
- নূর মোহাম্মদ মোল্লা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "সাধারণ-জ্ঞান - ভর্তি-পরীক্ষা - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 6"