সাধারণ-জ্ঞান – ভর্তি-পরীক্ষা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1
1. বাংলাদেশে কোন দেশ থেকে অতিথি পাখি আসে ?
- ইংল্যান্ড
- সাইবেরিয়া
- নিউজিল্যান্ড
- চিলি
2. মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?
- শামীম সিকদার
- তানভীর কবির
- মৃণাল সেণ
- শাহরিয়ার কবির
3. ঢাকায় প্রথম বৈদ্যুতিক বাতির প্রচলন শুরু হয়?
- ১৯০৫ সালে
- ১৯০২ সালে
- ১৮৯৯ সালে
- ১৯০১ সালে
4. বাংলাদেশের জাতীয় সংগীত কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
- স্বরবিতান
- সন্ধ্যা
- শেষের কবিতা
- সুরবিতান
5. সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়?
- 1845
- 1890
- 1855
- 1756
6. ঢাকা বিশ্ববিদ্যাল এর নাথান কমিশনের সদস্য –
- ১০ জন
- ১৮ জন
- ১৫ জন
- ১৩ জন
7. একমাত্র বিদেশী খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা-
- ডেভিড ম্যাট
- হোয়াইল হেমার
- জন ফেয়ার
- পল মিয়ার
8. সংসদীয় শাসন ব্যবস্থা কোন সংশোধণীর অংশ?
- দ্বাদশ
- দশম
- নবম
- চতুর্দশ
9. শিশু একাডেমি কত সালে স্থাপিত হয়?
- 1977
- 1980
- 1974
- 1979
10. নিচের কোন জেলায় ভারতের ছিটমহল নেই?
- কুমিল্লা
- সিলেট
- কুড়িগ্রাম
- নীলফামারী
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "সাধারণ-জ্ঞান - ভর্তি-পরীক্ষা - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1"