সাধারণ জ্ঞান
- প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশে একজন ব্যক্তির শরীরে একটি দুষ্প্রাপ্য রক্তের গ্রুপের সন্ধান পাওয়া গেছে, এর নাম কী?
উত্তর: এইচ/এইচ বা ওএইচ গ্রুপ অথবা বোম্বে গ্রুপনিদের্শনা: বোম্বে গ্রুপের রক্ত একটি দুষ্প্রাপ্য রক্তের গ্রুপ যেটি এইচ/এইচ বা ওএইচ গ্রুপের রক্ত নামেও পরিচিত। বিরল এই রক্তের গ্রুপ প্রথম ধরা পড়ে ১৯৫২ সালে ভারতের মুম্বাইয়ে। এ কারণে এটি বোম্বে গ্রুপের রক্ত নামে পরিচিত। এ পর্যন্ত বাংলাদেশের একজন ব্যক্তির শরীরে বোম্বে গ্রুপের রক্তের সন্ধান পাওয়া গেছে। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত মোহাম্মদ কামরুজ্জামানের জন্য দুষ্প্রাপ্য এই বোম্বে গ্রুপের চার ব্যাগ রক্ত আনা হয় ভারতের মুম্বাই থেকে। রক্ত দেয়ার পর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন কামরুজ্জামান।
- প্রশ্ন: উম্বলডন-২০১৬, পুরুষ এককে জয়ী-
উত্তর: অ্যান্ডি মারেনিদের্শনা: উম্বলডন টেনিসের পুরুষ এককের শিরোপা জিতেছেন ব্রিটেনের অ্যান্ডি মারে। ফাইনালে তিনি হারিয়েছেন কানাডার মিলোস রাওনিচকে। মারে ফাইনাল জেতেন ৬-৪, ৭-৬, ৭-৬ গেইমে। এটি অ্যান্ডি মারের ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।
- প্রশ্ন: উম্বলডন-২০১৬, নারী এককে জয়ী-
উত্তর: সেরেনা উইলিয়ামসনিদের্শনা: উম্বলডন টেনিসে নারী এককের শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। ফাইনালে জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে হারিয়ে সপ্তম উইম্বলডন ও ২২তম গ্র্যান্ড স্ল্যাম জেতেন তিনি। ৩৪ বছর বয়সী সেরেনা ম্যাচ জেতেন ৭-৬, ৬-৩ গেইমে। এর ফলে স্টেফি গ্রাফের ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছুঁলেন সেরেনা। টেনিসে নারীদের এককে সবচেয়ে সফল খেলোয়াড় অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট। তিনি মোট ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন।
- প্রশ্ন: ঢাকায় আনুষ্ঠানিকভাবে মেট্রো রেলের কাজ শুরু হয় কবে?
উত্তর: ২৬ জুন, ২০১৬নিদের্শনা: ঢাকায় আনুষ্ঠানিকভাবে মেট্রো রেলের কাজ শুরু হয়-২৬ জুন, ২০১৬।
- প্রশ্ন: কোপা আমেরিকা কাপ-২০১৬, চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর: চিলিনিদের্শনা: নির্ধারিত আর অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতলো চিলি। উল্লেখ্য, কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্র এই বিশেষ টুর্নামেন্ট আয়োজন করে।
- প্রশ্ন: যুক্তরাজ্যে EU ছাড়ার পক্ষে ভোট পড়েছে কত শতাংশ?
উত্তর: ৫১ দশমিক ৯নিদের্শনা: ঐতিহাসিক গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার পক্ষে রায় দিয়েছে যুক্তরাজ্য। ইইউ ছাড়ার পক্ষে ভোট পড়েছে ৫১ দশমিক ৯ শতাংশ। আর ইইউতে থাকার পক্ষে ভোট পড়েছে ৪৮ দশমিক ১ শতাংশ।
- প্রশ্ন: বর্তমানে দেশে মানুষের প্রত্যাশিত গড় আয়ু কত?
উত্তর: ৭০.৯ বছরনিদের্শনা: বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়ে ৭০.৯ বছর হয়েছে। মাস-দিনের হিসাবে একজন মানুষ ৭০ বছর ১০ মাস ২৪ দিন বাঁচেন। এর আগের বছরের হিসাবে, গড় আয়ু ছিল ৭০ দশমিক ৭ বছর বা ৭০ বছর ৮ মাস ১১ দিন। পুরুষের চেয়ে নারীরা গড়ে আড়াই বছর বেশি বাঁচেন। গড়ে নারীরা ৭২ বছর এবং পুরুষেরা ৬৯ দশমিক ৪ বছর বাঁচেন।
- প্রশ্ন: বর্তমানে দেশে শিক্ষার হার কত?
উত্তর: ৬৩.৬%নিদের্শনা: বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশে শিক্ষার হার ৬৩ দশমিক ৬ শতাংশ।
- প্রশ্ন: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়ন দল-
উত্তর: আবাহনী লিমিটেডনিদের্শনা: ঢাকার শীর্ষ ক্লাব টুর্নামেন্টে এই নিয়ে ১৮ বার চ্যাম্পিয়ন হলো আবাহনী। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান শিরোপা জিতেছে ৯ বার।
- প্রশ্ন: ইউরো ফুটবল- ২০১৬, কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর: ফ্রান্সেনিদের্শনা: ইউরো ফুটবল- ২০১৬, ফ্রান্সে অনুষ্ঠিত হচ্ছে। এবারই প্রথমবারের মতো খেলছে ২৪টি দল। প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয় ইউরোপের শ্রেষ্ঠত্বরে লড়াই ইউরো। ১৯৬০ সালে ফ্রান্সে বসেছিল এর প্রথম আসর।
0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ৭৭"