সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে ভর্তি
ভারতের নয়াদিল্লিতে অবস্থিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটি সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত এবং আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, এটি সংক্ষেপে সার্ক বিশ্ববিদ্যালয় নামে পরিচিত । সার্কভু্ক্ত দেশ হওয়ার সুবাদে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এ বিশ্ববিদ্যালয়ে 10 শতাংশ আসন সংরক্ষিত রয়েছে।
পড়াশোনার বিষয়ঃ
বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র মাস্টার্স, এমফিল ও পিএইচডি প্রোগ্রামে পড়ালেখার সুযোগ রয়েছে। এছাড়াও কম্পিউটার বিজ্ঞান, বায়োটেকনোলজি, ফলিত গণিত, সমাজবিজ্ঞান, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও আইন বিষয়ে পড়াশোনা করা যায়।
ভর্তির যোগ্যতাঃ
মাস্টার্স ও এমফিল, পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় 50 থেকে 55 শতাংশ নম্বর বা সমান গ্রেড থাকতে হবে।
ভর্তি পরীক্ষা:
সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে মাস্টার্সে ভর্তির জন্য বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়। মোট 100 নম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সময়: তিন ঘণ্টা।
ভর্তি পরীক্ষার সিলেবাস ও পরীক্ষা-পদ্ধতির ধারণা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই পাওয়া যায়। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষা বাংলাদেশেই যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
আবেদনের প্রক্রিয়া:
প্রতি বছরের শুরুতে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম শুরু হয়। ভর্তি আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদনপত্র অনলাইন বা কুরিয়ারের মাধ্যমেও জমা দেওয়া যায়। অনলাইনে বা অফলাইনে আবেদনের জন্য 10 মার্কিন ডলার ফি দিতে হয়।
খরচঃ
সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে পড়াশুনা ও অন্যান্য খরচের তালিকা নিম্নরূপ-
খরচ | সার্কভুক্ত শিক্ষার্থী | সার্কভুক্ত নয় যেসব শিক্ষার্থী |
পড়াশুনা ফী | প্রতি সেমিস্টার 440 মার্কিন ডলার (প্রতি বছর 880 মার্কিন ডলার) | প্রতি সেমিস্টার 4500 ডলার (প্রতি বছর 9000 মার্কিন ডলার) |
ভর্তি ফী (অফেরত যোগ্য) | 100 মার্কিন ডলার (এককালীন) | 100 মার্কিন ডলার (এককালীন) |
সিকিউরিটি ডিপোজিট (ফেরত যোগ্য) |
100 মার্কিন ডলার | 100 মার্কিন ডলার |
স্টুডেন্ট এইড ফান্ড | 50 ইন্ডিয়ান রুপি (প্রতি সেমিস্টার) | 50 ইন্ডিয়ান রুপি (প্রতি সেমিস্টার) |
* * যদি কোন শিক্ষার্থী তার পড়াশুনা শেষ না করে ইউনিভার্সিটি থেকে চলে যায়, তাহলে সেই শিক্ষার্থী সিকিউরিটি ডিপোজিট ফেরত পাবে না।
বৃত্তির সুযোগঃ
সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে বৃত্তি নিয়ে পড়ার সুযোগ আছে। ভর্তি পরীক্ষায় ভাল রেজাল্ট করে প্রেসিডেন্টস স্কলারশিপ পাওয়ার সুযোগ আছে। তাছাড়া অন্যান্য বৃত্তি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে শিক্ষার্থীদের আবাসন ও খাবারের ব্যবস্থা রয়েছে।
বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগঃ
- সার্কের সদস্য দেশ হিসেবে বাংলাদেশের শিক্ষার্থীরা প্রতি বিষয়ে 10 শতাংশ আসনে ভর্তির সুযোগ পেয়ে থাকেন।
- বাংলাদেশ থেকে প্রতি বিষয়ে তিনজন করে প্রতি বছর মাস্টার্স ও এমফিল, পিএইচডি প্রোগ্রামে 30 থেকে 35 জন করে শিক্ষার্থী পড়ার সুযোগ পেয়ে থাকেন।
- সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ডিগ্রি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ দক্ষিণ এশিয়ার সব দেশে অনুমোদিত বলে শিক্ষার্থীদের সার্কভুক্ত যে কোনো দেশে ক্যারিয়ার আর উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।
যোগাযোগঃ
সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ক্যাম্পাস ভারতের নয়াদিল্লির চাণক্যপুরীতে অবস্থিত।
যোগাযোগের ঠিকানা:
ডেপুটি রেজিস্টার (অ্যাডমিশন)
সাউথ এশিয়ান ইউনিভার্সিটি
আকবর ভবন, চাণক্যপুরী,
নয়াদিল্লি, ভারত।
ফোন: +91-11-24122512–14
ইমেইল: admissions@sau.ac.in
ওয়েবসাইট: www.sau.int
0 responses on "সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে ভর্তি"