📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

সর্বোচ্চ বেতনের প্রোগ্রামিং ভাষা

সর্বোচ্চ বেতনের প্রোগ্রামিং ভাষা কোনটি?
কম্পিউটারের প্রোগ্রামাররা সবাই সর্বোচ্চ বেতন পান না। কিছু প্রোগ্রামিং ভাষা আছে, যেগুলোতে দক্ষতা অর্জন করলে প্রোগ্রামারদের তুলনায় বেশি বেতন পাওয়া যায়। প্রোগ্রামারদের বেতনের পরিমাণ প্রতিদিন বাড়ছে। এক প্রতিবেদনে এটি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
যুক্তরাষ্ট্রে প্রোগ্রামারদের গড় বেতন বার্ষিক এক লাখ ডলারের কাছে গিয়ে দাঁড়িয়েছে, যেটি এ যাবৎকালের সর্বোচ্চ।
কিন্তু কম্পিউটার প্রোগ্রামারদের বেতন নির্ভর করে তারা কতটা দক্ষ ও কয়েকটি ভাষায় তাদের দক্ষতা কতখানি, তার ওপর। বিজনেস ইনসাইডার এ ক্ষেত্রে বিভিন্ন তথ্য সংগ্রহ করে জানিয়েছে কোন ভাষার প্রোগ্রামারদের যুক্তরাষ্ট্রে গড় বেতন কত :
১২. পার্ল ৮২,৫১৩ ডলার
১১. এসকিউএল ৮৫,৫১১ ডলার
১০. ভিজুয়াল বেসিক ৮৫,৯৬২ ডলার
৯. সি# ৮৯,০৭৪ ডলার
৮. আর ৯০,০৫৫ ডলার
৭. সি ৯০,১৩৪ ডলার
৬. জাভাস্ক্রিপ্ট ৯১,৪৬১ ডলার
৫. সি++ ৯৩,৫০২ ডলার
৪. জাভা ৯৪,৯০৮ ডলার
৩. পাইথন ১,০০,৭১৭ ডলার
২. অবজেক্টিভ সি ১,০৮,২২৫ ডলার
১. রুবি অন রেইলস ১,০৯,৪৬০ ডলার।
সর্বোচ্চ বেতনের প্রোগ্রামিং ভাষাটির নাম রুবি অন রেইলস, যেটি অনেকে আগে নাও শুনতে পারেন। প্রযুক্তি জগতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে বড় বড় প্রতিষ্ঠান থেকে উচ্চ বেতনের কাজ জোগাড় করা কঠিন নয়। আর এ ক্ষেত্রে কোনো কোনো প্রোগামিং শিখলে আপনার বেতন হতে পারে বার্ষিক এক লাখ ডলারেরও বেশি।
‪#‎collected_post‬

   
   

3 responses on "সর্বোচ্চ বেতনের প্রোগ্রামিং ভাষা"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved