সরকার-কাঠামো – এইচএসসি-পৌরনীতি-1-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 942

সরকার-কাঠামো – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 942

9411. মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভার উচ্চকক্ষের নাম কী?

  1. লর্ডসভা
  2. সিনেট
  3. কংগ্রেস
  4. পার্লামেন্ট

9412. বাংলাদেশে কোন দেশের ন্যায় কাঠামোগত স্বতনন্ত্রীকরণ বিদ্যমান?

  1. ব্রিটেন
  2. উত্তর কোরিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. সুইজারল্যান্ড

9413. হিটলার কোন দেশের শাসক ছিলেন?

  1. ব্রিটেন
  2. জার্মানি
  3. ফ্রান্স
  4. ইতালি

9414. গণতান্ত্রিক শাসব্যবস্থার মূলকথা কী?

  1. রাজনৈতিক ব্যক্তিদের পরিচালিত শাসন
  2. জনমতের ভিত্তিতে পরিচালিত শাসন
  3. জনগণের সরাসরি অংশগ্রহণে শামসন
  4. শিক্ষিত ব্যক্তির দ্বারা শাসন

9415. যে শাসন বিভাগে সরকারপ্রধান শাসন কাজ পরিচালনা করে তাকে কী শাসন বিভাগ বলে?

  1. নামমাত্র
  2. প্রকৃত
  3. একক
  4. রাজতান্ত্রিক

9416. মন্ত্রিপরিষদ শাসিত সরকার যেসব কর্মকান্ডের ফলে শাসন বিভাগকে নিয়ন্ত্রন করে-

  1. বাজেট নিয়ন্ত্রণ
  2. সরকারকে পদচ্যুতিকরণ
  3. বিশেষ কমিটি গঠন

9417. আইনের শাসন প্রতিষ্ঠায় কোনটি প্রয়োনজ?

  1. শাসন বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ
  2. বিচার বিভাগের উপর আইন বিভাগের নিয়ন্ত্রণ
  3. জনগণ কর্তৃক বিচারক নিয়োগ
  4. উপরের কোনটি নয়

9418. এককেন্দ্রিক সরকারের সংবিধান নমনীয় প্রকৃতির হওয়ার কারণ কি?

  1. লিখিত
  2. দুষ্পরিবর্তনীয়
  3. অলিখিত

9419. আইন বিভাগের মূল কাজ কী?

  1. আইন প্রয়োগ
  2. আইন বাস্তবায়ন
  3. শাসন পরিচালনা
  4. আইন পণয়ন

9420. একনায়কতন্ত্র বিশ্বাসী নয়-

  1. উগ্র বর্ণবাদে
  2. জাতীয়তাবাদে
  3. সর্বাত্মকবাদে
  4. সাম্য ও স্বাধীনতায়

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline