বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে => চট্টগ্রাম বিভাগে
বিভাগ অনুসারে সবচেয়ে কম বনভূমি রয়েছে => রাজশাহী বিভাগে
বর্তমানে দেশে বিভাগ অনুযায়ী বনভূমির পরিমাণ => চট্টগ্রাম বিভাগ ৪৩%, খুলনা বিভাগ ৩৮%, ঢাকা বিভাগ ৭%, সিলেট বিভাগ ৬%, বরিশাল বিভাগ ৩%, রাজশাহী বিভাগ ২%
পরিবেশ নীতি ঘোষণা করা হয়=> ১৯৯২ সালে
পরিবেশ অধিদপ্তরের পূর্ব নাম => পরিবেশ দূষণ ও নিয়ন্ত্রন অধিদপ্তর
বন সংরক্ষণ আইন প্রণীত হয় => বন আইন-১৯৯০ এবং বন আইন-২০০২
সিলেট বনাঞ্চলের প্রধান বৃক্ষ => সেগুন, মেহগনি, জারুল ইত্যাদি
মধুপুর ও ভাওয়াল গড়ের আয়তন=> ৪,১০৫ বর্গ কি.মি.
বাংলাদেশের রাবার বাগান রয়েছে=> রামু, মধুপুর ও রাউজানে
গজারী বৃক্ষ স্থায়ীভাবে পরিচিত=> শাল
সুন্দরবনের মৌয়ালীদের পেশা => মধু সংগ্রহ
নেপিয়ার’ => এক জাতীয় ঘাস
সুন্দরবনের ক্ষেত্রে প্রযোজ্য=> এটি জাতীয় বন, এটি টাইডাল বন ও একক হিসেবে বৃহত্তম বন
চিরহরিৎ পাতাঝরা গাছ -যেসব গাছের পাতা এক সঙ্গে ঝরে যায় না এবং পাতাগুলো চির সবুজ থাকে
চিরহরিৎ পাতাঝরা বনভূমিতে পাতাঝরা গাছ => গামারী, শিমুল, কড়ই, সেগুন, জারুল
ক্রান্তীয় পাতাঝরা বন => ক্রান্তীয় অঞ্চলে যে সব গাছের পাতা বছরে একবার সম্পূর্ণ ঝরে যায়
ক্রান্তীয় পাতাঝরা বন পাওয়া যায়=> ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, রংপুর ও দিনাজপুর
ক্রান্তীয় পাতাঝরা বনভূমি ভাগ করা হয়=> দু’ভাগে-মধুপুর ও ভাওয়ালের গড় এবং বরেন্দ্র অঞ্চলের বনভূমি
ক্রান্তীয় পাতাঝরা বনে পাওয়া যায়=> কড়ই, হিজল, বহেরা, হরিতকি, কাঁঠাল, নিম
প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।
লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর
পরের পাতাসমুহ >>
0 responses on "সরকারি চাকরি নিয়োগ - সাধারণ জ্ঞান - (বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ)"