বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক -জহির রায়হান।
জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র – কখনো আসেনি।
জহির রায়হান পরিচালিত বিখ্যাত চলচ্চিত্রগুলো হল-‘কাঁচের দেয়াল, ‘জীবন থেকে নেয়া’, ‘Stop Genocide’
বাংলাদেশের প্রথম প্রামান্য চিত্রের নাম – ‘স্টপ জেনোসাইড’।
‘চিত্রা নদীর পাড়ে’ও ‘লালসালু’ চলচ্চিত্রের নির্মাতা -তানভীর মোকাম্মেল।
‘মুক্তির গান, ‘অগ্রযাত্রাও ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা – তারেক মাসুদ।
‘চাকা ও ‘আগামী’এর নির্মাতা -মোরশেদুল ইসলাম।
‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রটির নির্মাতা – গৌতম ঘোষ।
‘লিবারেশন ফাইটার্স’ চলচ্চিত্রটির পরিচালক – আলমগীর কবির।
কোন প্রামান্য চিত্রটি ইন্টারন্যাশনাল এ্যামি অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করে- ‘আমরাও পারি (এটিএন বাংলা নির্মিত)।
বাংলা সিনেমার কোন অভিনেত্রী ‘ডক্টরেট’ডিগ্রী লাভ করেছেন-ববিতা।
বাংলা সিনেমার প্রথম অভিনেত্রী -পূর্নিমা সেনগুপ্তা।
বাংলা সিনেমার প্রথম মুসলিম অভিনেত্রী -বনানী চৌধুরী।
বনানী চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র – বিশ বছর আগে
এফডিসি প্রতিষ্ঠিত হয়-১৯৫৮ সালে।
এফডিসিতে নির্মিত প্রথম ছবি – আছিয়া।
এফডিসির প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি – আকাশ ও মাটি
প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।
লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর