সরকারি চাকরি নিয়োগ সাধারণ জ্ঞান (বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি)
- কৃষি কাজের জন্য সর্বাপেক্ষা উপযোগী মাটি-পলি মাটি।
- বাংলাদেশের মোট কৃষি জমির পরিমান কত-২,০৪,৮৪,৫৬১ একর।
- বাংলাদেশের মোট চাষাবাদযোগ্য জমির পরিমান কত-১,৭৭,৭১,৩৩৯ একর।
- বাংলাদেশে চাষের অযোগ্য চাষের জমির পরিমান কত-২৭,১৩,২২২ একর।
- বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল -পাট।
- বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল -চা।
- বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান-চতুর্থ।
- পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান প্রথম।
- সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয়-ময়মনসিংহ।
- রবি শস্য বলতে বুঝায়-শীতকালীন শস্যকে।
- খরিপ শস্য বলতে বুঝায়-গ্রীষ্মকালীন শস্যকে।
- বাংলাদেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদান কত- ২১.৯১%।
- বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় কোন জেলাকে-বরিশাল।
- বাংলাদেশে বানিজ্যিকভাবে প্রথম কখন চা চাষ করা হয়-১৯৫৪ সালে।
- গম গবেষণা কেন্দ্র কোন জেলায় অবস্থিত-দিনাজপুর।
- বাংলদেশের প্রথম চা বাগান কোনটি-সিলেটের মালনিছড়া।
- সবচেয়ে বেশী চা জন্মে কোন জেলায়-মৌলভীবাজার জেলায়।
- বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র অবস্থিত- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে।
- বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা কত- ১৫৯ টি।
- বাংলাদেশের সবচেয়ে বেশী রেশম উৎপন্ন হয়-চাঁপাই নবাবগঞ্জে।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের
…. তে ক্লিক কর।