সরকারি চাকরি নিয়োগ সাধারণ জ্ঞান (বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি)

  • কৃষি কাজের জন্য সর্বাপেক্ষা উপযোগী মাটি-পলি মাটি।
  • বাংলাদেশের মোট কৃষি জমির পরিমান কত-২,০৪,৮৪,৫৬১ একর।
  • বাংলাদেশের মোট চাষাবাদযোগ্য জমির পরিমান কত-১,৭৭,৭১,৩৩৯ একর।
  • বাংলাদেশে চাষের অযোগ্য চাষের জমির পরিমান কত-২৭,১৩,২২২ একর।
  • বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল -পাট।
  • বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল  -চা।
  • বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান-চতুর্থ।
  • পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান প্রথম।
  • সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয়-ময়মনসিংহ।
  • রবি শস্য বলতে বুঝায়-শীতকালীন শস্যকে।
  • খরিপ শস্য বলতে বুঝায়-গ্রীষ্মকালীন শস্যকে।
  • বাংলাদেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদান কত- ২১.৯১%।
  • বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় কোন জেলাকে-বরিশাল।
  • বাংলাদেশে বানিজ্যিকভাবে প্রথম কখন চা চাষ করা হয়-১৯৫৪ সালে।
  • গম গবেষণা কেন্দ্র কোন জেলায় অবস্থিত-দিনাজপুর।
  • বাংলদেশের প্রথম চা বাগান কোনটি-সিলেটের মালনিছড়া।
  • সবচেয়ে বেশী চা জন্মে কোন জেলায়-মৌলভীবাজার জেলায়।
  • বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র  অবস্থিত-  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে।
  • বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা কত- ১৫৯ টি।
  • বাংলাদেশের সবচেয়ে বেশী রেশম উৎপন্ন হয়-চাঁপাই নবাবগঞ্জে।

    এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline