সরকারি চাকরি নিয়োগ -> সাধারণ জ্ঞান -> (বাংলাদেশের সংবিধান ও সংসদ)

বাংলাদেশের সংবিধান ও সংসদ

বর্তমান সরকারঃ

১) রাষ্ট্রপতি—- আব্দুল হামিদ খান (২০তম)
২) প্রধানমন্ত্রী —শেখ হাসিনা (১৪তম)
৩) বিচারপতি— সুরেন্দ্র কুমার (এস কে সিনহা ২১তম)
৪) বাংলাদেশ ব্যাংক এর গভর্নর— ফজলে কবির। (১১তম)
৫) প্রধান নির্বাচন কমিশনার –কাজী রকিবউদ্দীন( ১১তম)
৬) পিএসসি এর চেয়ারম্যান— ইকরাম আহমেদ (১৩তম)

৭) এটর্নি জেনারেল এ্যাডভোকেট— মাহবুবে আলম (১৫তম)
৮) ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট —সাবের হোসেন চৌধুরী (২৮ তম এবং ১ম বাংলাদেশী)

 

 

বর্তমান মন্ত্রণালয় ও মন্ত্রীদের তালিকা (প্রধানমন্ত্রীসহ বর্তমানে পূর্ণমন্ত্রী ৩২ জন):
.
নাম →→→ মন্ত্রণালয়/বিভাগ
শেখ হাসিনা → (প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ)
আবুল মাল আবদুল মুহিত → (অর্থমন্ত্রী)
আমির হোসেন আমু → (শিল্পমন্ত্রী)

তোফায়েল আহমেদ → (বাণিজ্যমন্ত্রী)
বেগম মতিয়া চৌধুরী → (কৃষিমন্ত্রী)
মোহাম্মদ নাসিম → (স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী)
সৈয়দ আশরাফুল ইসলাম → (জনপ্রশাসন মন্ত্রী)
খন্দকার মোশাররফ হোসেন → (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী)
রাশেদ খান মেনন → (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী)
অধ্যক্ষ মতিউর রহমান → (ধর্ম মন্ত্রী)
ইঞ্জি. মোশাররফ হোসেন → (গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী)
আ. ক. ম মোজাম্মেল হক → (মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী)
মোহাম্মদ ছায়েদুল হক → (মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী)
মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক → বস্ত্র ও পাটমন্ত্রী
ওবায়দুল কাদের → সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী
হাসানুল হক ইনু → তথ্যমন্ত্রী

আনিসুল ইসলাম মাহমুদ → পানি সম্পদ

আনোয়ার হোসেন → পরিবেশ ও বন মন্ত্রী
নুরুল ইসলাম নাহিদ → শিক্ষামন্ত্রী
শাজাহান খান → নৌ-পরিবহন মন্ত্রী
আনিসুল হক → আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
মোফাজ্জল হোসেন চৌ. মায়া → দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
আবুল হাসান মাহমুদ আলী → পররাষ্ট্রমন্ত্রী
মোঃ মুজিবুল হক → রেলপথমন্ত্রী
আ হ ম মুস্তফা কামাল → পরিকল্পনামন্ত্রী
মোস্তাফিজুর রহমান → প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী
আসাদুজ্জামান নূর → সংস্কৃতি বিষয়কমন্ত্রী
শামসুর রহমান শরীফ → ভূমিমন্ত্রী
নুরুল ইসলাম বি.এসসি → প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী
মোঃ কামরুল ইসলাম → খাদ্যমন্ত্রী
স্থপতি ইয়াফেস ওসমান → বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
আসাদুজ্জামান খাঁন → স্বরাষ্ট্রমন্ত্রী

 

 

বাংলাদেশের আইনসভার নাম- জাতীয় সংসদ (House of the Nation)

  • জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন- রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।
  • জাতীয় সংসদের প্রতীক- শাপলা
  • বর্তমান আসনসংখ্যা- ৩৫০টি(সংরক্ষিত মহিলা আসন – ৫০টি)
  • সরাসরি ভোটে নির্বাচিত আসন – ৩০০টি
  • জাতীয় সংসদের মেয়াদ- ৫ বছর
  • সংসদ অধিবেশন আহ্বান, ভঙ্গ ও স্থগিত করতে পারেন- রাষ্ট্রপতি
  • সংসদ নির্বাচনের ৩০ দিনের মধ্যে অধিবেশন আহ্বান করতে হয়
  • সংসদের দুই অধিবেশনের মধ্যবর্তী সময় সর্বোচ্চ- ৬০ দিন
  • সংসদ অধিবেশনের কোরাম- ৬০ জন
  • স্পিকারের অনুমতি ছাড়া সংসদে অনুপস্থিত থাকা যায়- ৯০ দিন
  • সংসদ ভেঙে গেলে বা মেয়াদে শেষ হয়ে গেলে নির্বাচন দিতে হয়- ৯০ দিনের মধ্যে
  • জাতীয় সংসদের সভাপতি- স্পিকার

    এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline