সমন্বয়-ও-নিঃসরণ – জেএসসি-বিজ্ঞান-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 787
7861. স্নায়ুতন্তুর রং কী?
- ধূসর
- কালো
- সাদা
- লাল
7862. নিচের কোনটিকে দীর্ঘ রাত্রির উদ্ভিদ বলা যেতে পারে?
- শিম
- ঝিঙা
- সূর্যমুখী
- আউশ ধান
7863. ফুয়াদ বাসায় সন্ধ্যায় স্কুলের পড়া রেডি করছিল। এমন সময় তার পায়ে মশা কামড় দিলে সে ব্যথা পায় এবং দ্রুত পা সরিয়ে নেয়।
- প্রতিবর্ত ক্রিয়া
- পোলারায়ন
- আবেশ ক্রিয়া
- সংবন্ধন ক্রিয়া
7864. নিচের কোনটি মশার কামড়ের যন্ত্রণা গ্রহণ করে?
- আজ্ঞাবাহী কোষ
- অনূভূতিবাহী স্নায়ু
- প্রতিবর্ত চক্র
- পেশি কোষ
7865. বৃদ্ধি সহায়ক হরমোন-
- অক্সিন
- জিবেরেলিন
- ইলিথিন
A,B
7866. সেরিব্রামের নিচের অংশ-
- থ্যালামাস
- সেরিবেলাম
- হাইপোথ্যালামাস
A,C
7867. উদ্ভিদের বৃদ্ভিবর্ধক পদার্থ নয় কোনটি?
- ডরমিন
- অক্সিন
- সাইটোকাইনিন
- জিবেরেলিন
7868. ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত?
- 1
- 2
- 3
- 4
7869. হাতে মশা বসলে কোথায় সাড়া জাগে?
- কোষে
- ডেনড্রনে
- অ্যাক্সনে
- কোষপ্রান্তে
7870. ডেনড্রন হতে সৃষ্ট শাখাগুলোকে কী বলে?
- অ্যাক্সন
- ডেনড্রােইট
- সিন্যাপস্
- কোষদেহ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "সমন্বয়-ও-নিঃসরণ - জেএসসি-বিজ্ঞান-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 787"