সমন্বয়-ও-নিঃসরণ – জেএসসি-বিজ্ঞান-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 785
7843. টুটুলের নি:শ্বাসের বায়ুতে আছে-
- জলীয় বাষ্প
- অ্যামোনিয়া
- কার্বন ডাই অক্সাইড
A,B
7844. উদ্ভিদের জীবনচক্রের পর্যায় হল-
- অঙ্কুরোদগম
- ফল সৃষ্টি
- বাধক্য প্রাপ্তি
A,B,C
7845. অ্যাক্সনের আকৃতি কিসের মতো?
- লাঠিম
- বল
- বেলন
- সুতা
7846. নিউরনের কোষদেহের চারিদিক থেকে উৎপন্ন শাখা-প্রশাখাগুলোকে কী বলে?
- ডেনড্রন
- অ্যাক্সন
- থ্যালামাস
- ডেনড্রাইট
7847. লঘুমস্তিষ্কের অংশ-
- সেরিবেলাম
- সেরিব্রাম
- পনস
A,C
7848. কোনটি স্নায়ুকোষ?
- ডেনড্রন
- সিন্যাপস
- নিউরন
- অ্যাক্সন
7849. জিবেরেলিনের উপস্থিতি দেখা যায়-
- চারাগাছে
- বীজপত্রে
- পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে
A,B,C
7850. স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কোনটি?
- স্নায়ুরজ্জু
- নিউরন
- মস্তিষ্ক
- মেরুরজ্জু
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "সমন্বয়-ও-নিঃসরণ - জেএসসি-বিজ্ঞান-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 785"