অনেকেই দেখি ফেসবুক একাউন্ট হ্যাক করার পোস্ট দেয়,
আমি নিজেও এইরকম অনেক রিকুয়েস্ট পেয়েছি,
একটা সিম্পল বিষয় আপনাদের মাথায় কেন ঢুকে না? এত সহজেই যদি ফেসবুক একাউন্ট হ্যাক করা যেত তাহলে জুক্স (মার্ক জুকারবার্গ) নিজেই তথ্য চুরির হাজার হাজার মামলা খেত।
আপনার নিজের ভুলের জন্য একাউন্ট হ্যাক হলে ফেসবুক কোনভাবেই দায়ী নয়।
আপনার একাউন্ট হ্যাক হওয়ার জন্য আপনি নিজেই দায়ী। তাই আজ কিছু বিষয় শেয়ার করবো, যেটি আপনার একাউন্ট হ্যাক হওয়া থেকে নিরাপদ রাখতে পারবেন।
- আপনি যেই ইমেইল কিংবা মোবা্ইল নং দিয়ে একাউন্ট করবেন, তা যথা সম্ভব অন্যদের কাছ থেকে গোপন রাখুন
- উক্ত নাম্বারটি পাবলিক না রেখে প্রাইভেট রাখুন
- মোবাইল নং পাসওয়ার্ড হিসেবে ব্যবহার থেকে বিরত থাকুন।
- সংখ্যা, বর্ণ, চিহ্নসহ পাসওয়ার্ড দিন।
- পাসওয়ার্ডটি ১০ শব্দের উপরে রাখার চেষ্টা কর
- মোবাইল ভ্যারিফিকেশন চালু রাখুন
- 2 Step ভ্যারিফিকেশন ব্রাউজার ক্যাশ ভারিফিকেশন চালু রাখুন
- হ্যাকাররা বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করছেন, ফিশিং পদ্ধতি (ফাঁদ পদ্ধতি)। অর্থাৎ ফেসবুকের মত একটি পেইজ তৈরী করে আপনাকে লিংক পাঠাবে কিংবা কোন লোভনীয় প্রস্তাব দিবে, আপনি লিংকে ক্লিক করে ভিজিট করে ইমেইল/মোবাইল এবং পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে ওটা হ্যাকারদের কাছে চলে যাবে। আপনি বুঝতেই পারবেন না। এটি থেকে পরিত্রানের উপায় হলে লগিন করার আগে ফেসবুক এড্রেস facebook.com ভালো করে দেখে নেওয়া। facobook.com, faccbook.com, facedook.com ইত্যাদি লিংক ভুয়া।
- নিজের ওয়ালে অন্যদের পোস্ট করার অনুমতি দিলেও সেটা Only Me করে রাখুন।
- কোন পোস্টে কিংবা ফটোপে ট্যাগের জন্য এপ্রুভাল চালু রাখুন।
- যেসকল এপপ এর ব্যবহারকারী, রেটিং এবং ফিডব্যাক কম, উক্ত এপপ সমুহ ব্যবহার থেকে বিরত থাকুন।
- কোন বন্ধু কোন গেইম তথা এপপ এ ইনভাইট করলে সেটা যাচাই না করে ইন্সটল/একটিভ করবেন না। খুব গুরুত্বপুর্ণ না হলে এড়িয়ে যান।
- বর্তমানে বড় একটি সমস্যা হল ইনবক্সে এবং নিউজফিডে বিভিন্ন লোভনীয় লিংক আসে, যেটাতে ক্লিক করলে মুর্হুতের মধ্যে স্প্যাম আকারে বিভিন্ন যৌন ছবি কিংবা লিংক নিজের টাইমলাইনে, অন্য বন্ধুদের এবং নিজের জয়েন করা গ্রুপে ছড়িয়ে পড়ে। পরিচিত ওয়েবসাইটের লিংক ছাড়াএই ধরণের লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন। কোন শর্ট লিংক যেমন: http://goo.gl/, https://bitly.com/, tinyurl.com/, এ জাতীয় লিংক থাকলে ক্লিক করা থেকে বিরত থাকুন। উক্ত লিংকগুলো বিশ্বস্ত লোকের কাছ থেকে পেলেও ক্লিক করবেন না, কারণ এগুলো উনারা পাঠান না, অটো স্প্যাম হয়ে চলে আসে। আর যদি একান্ত প্রয়োজনীয় লিংক হয়, তবে লিংকটি কপি করে, ব্রাউজারে নতুন ট্যাব নিয়ে ভিজিট কর
- ইনবক্সে/নিউজফিডে অনেকেই বিভিন্ন ভিডিও লিংক দেয়, উক্ত লিংকগুলো ভুলেও ক্লিক করবেন না। কেউ কোন এটাচমেন্ট পাঠালে কিংবা ফাইল পাঠাতে চাইলে আপনার ইমেইল এড্রেস দিয়ে ইমেইলে পাঠাতে বলবেন।
আপনার ফেসবুক একাউন্ট আপনার আসলেই স্ট্যাটাস এবং পাসোর্নালিটির একটি অংশ, তাই এর নিরাপত্তা এবং সদ্ব্যাবহার জরুরী।
0 responses on "যেভাবে আপনার ফেসবুক একাউন্ট হ্যাক হওয়ার এবং অটো স্প্যাম পোস্ট থেকে বিরত রাখবেন"