সন্ধি – জেএসসি-বাংলা-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 435
4341. ‘অন্তঃকরণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো –
- অন্ত + করণ
- অন্তঃ + করণ
- আন্ত + করণ
- অন্তক + রণ
4342. ‘আশীর্বাদ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- আশীঃ + বাদ
- আশিঃ + বাদ
- আশিরঃ + বাদ
- আশি + বাদ
4343. ‘দুর্লভ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
- দুর + লভ
- দুঃ + লভ
- দুর + অলভ
- দুঃ + অর্লভ
4344. ‘ধনুষ্টঙ্কার’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হলো –
- ধনু + টঙ্কর
- ধনুঃ + টঙ্কার
- ধনুষ + টঙ্কর
- ধনম + টঙ্কার
4345. নিচের কোনটি স-জাত বিসর্গ সন্ধির উদাহরণ?
- সংহার
- মস্যাধার
- স্বাগত
- নমস্কার
4346. উ + উ = ঊ – এই নিয়মে সন্ধিসাধিত শব্দ কোনটি?
- বহূর্ধ্ব
- লঘূর্মি
- কটূক্তি
- ভূর্ধ্ব
4347. উৎ + ছেদ =
- উচ্ছেদ
- উৎছেদ
- উছ্যেদ
- উৎছাদ
4348. ‘পুনর্মিলন’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- পুনঃ + মিলন
- পুন + মিলন
- পুনর + মিলন
- পুর্ন + মিলন
4349. ‘তরুচ্ছায়া’ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো –
- তরু + ছায়া
- তর + ছায়া
- তরু + চ্ছায়া
- তর + চ্ছায়া
4350. ‘সূর্যোদয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- সুর্য + উদয়
- সূর্য + উদয়
- সূর্য + ঊদয়
- সূর্য + দয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "সন্ধি - জেএসসি-বাংলা-2-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 435"