📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৫

সংগৃহিত আরো কিছু বাগধারা এবং প্রবাদ প্রবচন:

ক্রমিক নাম ইশিখন.কম উত্তর
1 অকাল কুষ্মাণ্ড অপদার্থ, অকেজো
2 অক্কা পাওয়া মারা যাওয়া
3 অগস্ত্য যাত্রা চির দিনের জন্য প্রস্থান
4 অগাধ জলের মাছ সুচতুর ব্যক্তি
5 অর্ধচন্দ্র গলা ধাক্কা
6 অন্ধের যষ্ঠি একমাত্র অবলম্বন
7 অন্ধের নড়ি একমাত্র অবলম্বন
8 অগ্নিশর্মা নিরতিশয় ক্রুদ্ধ
9 অগ্নিপরীক্ষা কঠিন পরীক্ষা
10 অগ্নিশর্মা ক্ষিপ্ত
11 অগাধ জলের মাছ খুব চালাক
12 অতি চালাকের গলায় দড়ি বেশি চাতুর্যর পরিণাম
13 অতি লোভে তাঁতি নষ্ট লোভে ক্ষতি
14 অদৃষ্টের পরিহাস বিধির বিড়ম্বনা
15 অর্ধচন্দ্র দেওয়া গলা ধাক্কা দিয়ে দেয়া
16 অষ্টরম্ভা ফাঁকি
17 অথৈ জলে পড়া খুব বিপদে পড়া
18 অন্ধকারে ঢিল মারা আন্দাজে কাজ করা
19 অমৃতে অরুচি দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা
20 অকূল পাথার ভীষণ বিপদ
21 অনুরোধে ঢেঁকি গেলা অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেয়া
22 অদৃষ্টের পরিহাস ভাগ্যের নিষ্ঠুরতা
23 অল্পবিদ্যা ভয়ংকরী সামান্য বিদ্যার অহংকার
24 অনধিকার চর্চা সীমার বাইরে পদক্ষেপ
25 অরণ্যে রোদন নিষ্ফল আবেদন
26 অহিনকুল সম্বন্ধ ভীষণ শত্রুতা
27 অন্ধকার দেখা দিশেহারা হয়ে পড়া
28 অমাবস্যার চাঁদ দুর্লভ বস্তু
29 আকাশ কুসুম অসম্ভব কল্পনা
30 আকাশ পাতাল প্রভেদ
31 আকাশ থেকে পড়া অপ্রত্যাশিত
32 আকাশের চাঁদ আকাঙ্ক্ষিত বস্তু
33 আগুন নিয়ে খেলা ভয়ঙ্কর বিপদ
34 আগুনে ঘি ঢালা রাগ বাড়ানো
35 আঙুল ফুলে কলাগাছ অপ্রত্যাশিত ধনলাভ
36 আঠার আনা সমূহ সম্ভাবনা
37 আদায় কাঁচকলায় তিক্ত সম্পর্ক
38 আহ্লাদে আটখানা খুব খুশি
39 আক্কেল সেলামি নির্বুদ্ধিতার দণ্ড
40 আঙুল ফুলে কলাগাছ হঠাৎ বড়লোক
41 আকাশের চাঁদ হাতে পাওয়া দুর্লভ বস্তু প্রাপ্তি
42 আদায় কাঁচকলায় শত্রুতা
43 আদা জল খেয়ে লাগা প্রাণপণ চেষ্টা করা
44 আক্কেল গুড়ুম হতবুদ্ধি, স্তম্ভিত
45 আমড়া কাঠের ঢেঁকি অপদার্থ
46 আকাশ ভেঙে পড়া ভীষণ বিপদে পড়া
47 আমতা আমতা করা ইতস্তত করা, দ্বিধা করা
48 আটকপালে হতভাগ্য
49 আঠার মাসের বছর দীর্ঘসূত্রিতা
50 আলালের ঘরের দুলাল অতি আদরে নষ্ট পুত্র
51 আকাশে তোলা অতিরিক্ত প্রশংসা করা
52 আষাঢ়ে গল্প আজগুবি কেচ্ছা
53 ইঁদুর কপালে নিতান্ত মন্দভাগ্য
54 ইঁচড়ে পাকা অকালপক্ব
55 ইলশে গুঁড়ি গুড়ি গুড়ি বৃষ্টি
56 ইতর বিশেষ পার্থক্য
57 উত্তম মধ্যম প্রহার
58 উড়নচন্ডী অমিতব্যয়ী
59 উভয় সংকট দুই দিকেই বিপদ
60 উলু বনে মুক্ত ছড়ানো অপাত্রে/অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান
61 উড়ো চিঠি বেনামি পত্র
62 উড়ে এসে জুড়ে বসা অনধিকারীর অধিকার
63 উজানে কৈ সহজলভ্য
64 উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে একের দোষ অন্যের ঘাড়ে চাপানো
65 ঊনপাঁজুড়ে অপদার্থ
66 ঊনপঞ্চাশ বায়ু পাগলামি
67 এক ক্ষুরে মাথা মুড়ানো একই স্বভাবের
68 এক চোখা পক্ষপাতিত্ব, পক্ষপাতদুষ্ট
69 এক মাঘে শীত যায় না বিপদ এক বারই আসে না, বার বার আসে
70 এলোপাতাড়ি বিশৃঙ্খলা
71 এসপার ওসপার মীমাংসা
72 একাদশে বৃহস্পতি সৌভাগ্যের বিষয়
73 এক বনে দুই বাঘ প্রবল প্রতিদ্বন্দ্বী
74 এক ক্ষুরে মাথা মুড়ানো একই দলভুক্ত
75 এক করতে আর
76 এলাহি কাণ্ড বিরাট আয়োজন
77 ওজন বুঝে চলা অবস্থা বুঝে চলা
78 ওষুধে ধরা প্রার্থিত ফল পাওয়া
79 কচুকাটা করা নির্মমভাবে ধ্বংস করা
80 কচু পোড়া অখাদ্য
81 কচ্ছপের কামড় যা সহজে ছাড়ে না
82 কলম পেষা কেরানিগিরি
83 কলুর বলদ এক টানা খাটুনি
84 কথার কথা গুরুত্বহীন কথা
85 কাঁঠালের আমসত্ত্ব অসম্ভব বস্তু
86 কাকতাল আকস্মিক/দৈব যোগাযোগজাত ঘটনা
87 কপাল ফেরা সৌভাগ্য লাভ
88 কত ধানে কত চাল হিসেব করে চলা
89 কড়ায় গণ্ডায় পুরোপুরি
90 কান খাড়া করা মনোযোগী হওয়া
91 কানকাটা নির্লজ্জ
92 কান ভাঙানো কুপরামর্শ দান
93 কান ভারি করা কুপরামর্শ দান
94 কাপুড়ে বাবু বাহ্যিক সাজ
95 কেউ কেটা গণ্যমান্য
96 কেঁচে গণ্ডুষ পুনরায় আরম্ভ
97 কেঁচো খুড়তে সাপ বিপদজনক পরিস্থিতি
98 কই মাছের প্রাণ যা সহজে মরে না
99 কুঁড়ের বাদশা খুব অলস
100 কাক ভূষণ্ডী দীর্ঘজীবী
101 কেতা দুরস্ত পরিপাটি
102 কাছা আলগা অসাবধান
103 কাঁচা পয়সা নগদ উপার্জন
104 কূপমণ্ডুক সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন, ঘরকুনো
105 কাঠের পুতুল নির্জীব, অসার
106 কথায় চিঁড়ে ভেজা ফাঁকা বুলিতে কার্যসাধন
107 কান পাতলা সহজেই বিশ্বাসপ্রবণ
108 কাছা ঢিলা অসাবধান
109 কুল কাঠের আগুন তীব্র জ্বালা
110 কেঁচো খুড়তে সাপ সামান্য থেকে অসামান্য পরিস্থিতি
111 কেউ কেটা সামান্য
112 কৈ মাছের প্রাণ যা সহজে মরে না
113 খয়ের খাঁ চাটুকার
114 খণ্ড প্রলয় ভীষণ ব্যাপার
115 খাল কেটে কুমির আনা বিপদ ডেকে আনা
116 গড্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ
117 গদাই লস্করি চাল অতি ধীর গতি, আলসেমি
118 গণেশ উল্টানো উঠে যাওয়া, ফেল মারা
119 গলগ্রহ পরের বোঝা স্বরূপ থাকা
120 গরজ বড় বালাই প্রয়োজনে গুরুত্ব
121 গরমা গরম টাটকা
122 গরিবের ঘোড়া রোগ অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা
123 গুর খোঁজা তন্ন তন্ন করে খোঁজা
124 গুরু মেরে জুতা দান বড় ক্ষতি করে সামান্য ক্ষতিপূরণ
125 গাছে কাঁঠাল গোঁফে তেল প্রাপ্তির আগেই আয়োজন
126 গা ঢাকা দেওয়া আত্মগোপন
127 গায়ে কাঁটা দেওয়া রোমাঞ্চিত হওয়া
128 গাছে তুলে মই কাড়া সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা
129 গায়ে ফুঁ দিয়ে বেড়ানো কোনো দায়িত্ব গ্রহণ না করা
130 গুরু মারা বিদ্যা যার কাছে শিক্ষা তারই উপর প্রয়োগ
131 গোকুলের ষাঁড় স্বেচ্ছাচারী লোক
132 গোঁয়ার গোবিন্দ নির্বোধ অথচ হঠকারী
133 গোল্লায় যাওয়া নষ্ট হওয়া, অধঃপাতে যাওয়া
134 গোবর গণেশ মূর্খ
135 গোলক ধাঁধা দিশেহারা
136 গোঁফ খেজুরে নিতান্ত অলস
137 গোড়ায় গলদ শুরুতে ভুল
138 গৌরচন্দ্রিকা ভূমিকা
139 গৌরীসেনের টাকা বেহিসাবী অর্থ
140 গুড়ে বালি আশায় নৈরাশ্য
141 ঘর ভাঙানো সংসার বিনষ্ট করা
142 ঘাটের মরা অতি বৃদ্ধ
143 ঘোড়া রোগ সাধ্যের অতিরিক্ত সাধ
144 ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা
145 ঘোড়ার ঘাস কাটা অকাজে সময় নষ্ট করা
146 ঘোড়ার ডিম অবাস্তব
147 ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো নিজ খরচে পরের বেগার খাটা
148 ঘাটের মড়া অতি বৃদ্ধ
149 ঘটিরাম আনাড়ি হাকিম
150 চক্ষুদান করা চুরি করা
151 চক্ষুলজ্জা সংকোচ
152 চর্বিত চর্বণ পুনরাবৃত্তি
153 চাঁদের হাট আনন্দের প্রাচুর্য
154 চিনির বলদ ভারবাহী কিন্তু ফল লাভের অংশীদার নয়
155 চোখের বালি চক্ষুশূল
156 চোখের পর্দা লজ্জা
157 চোখ কপালে তোলা বিস্মিত হওয়া
158 চোখ টাটানো ঈর্ষা করা
159 চোখে ধুলো দেওয়া প্রতারণা করা
160 চোখের চামড়া লজ্জা
161 চুনকালি দেওয়া কলঙ্ক
162 চশমখোর চক্ষুলজ্জাহীন
163 চোখের মণি প্রিয়
164 চামচিকের লাথি নগণ্য ব্যক্তির কটূক্তি
165 চিনির পুতুল শ্রমকাতর
166 চুঁনোপুটি নগণ্য
167 চুলোয় যাওয়া ধ্বংস
168 চিনে/ছিনে জোঁক নাছোড়বান্দা
169 ছ কড়া ন কড়া সস্তা দর
170 ছা পোষা অত্যন্ত গরিব
171 ছাই ফেলতে ভাঙা কুলা সামান্য কাজের জন্য অপদার্থ ব্যক্তি
172 ছেলের হাতের মোয়া সামান্য বস্তু
173 ছুঁচো মেরে হাত গন্ধ করা নগণ্য স্বার্থে দুর্নাম অর্জন
174 ছক্কা পাঞ্জা বড় বড় কথা বলা
175 ছিঁচ কাদুনে অল্পই কাঁদে এমন
176 ছিনিমিনি খেলা নষ্ট করা
177 ছেলের হাতের মোয়া সহজলভ্য বস্তু
178 জগাখিচুড়ি পাকানো গোলমাল বাধানো
179 জিলাপির প্যাঁচ কুটিলতা
180 জীবিতপ্রায়
181 জলে কুমির ডাঙায় বাঘ উভয় সঙ্কট
182 ঝড়ো কাক বিপর্যস্ত
183 ঝাঁকের কৈ এক দলভুক্ত
184 ঝিকে মেরে বউকে বোঝানো একজনের মাধ্যমে দিয়ে অন্যজনকে শিক্ষাদান
185 ঝোপ বুঝে কোপ মারা সুযোগ মত কাজ করা
186 টনক নড়া চৈতন্যোদয় হওয়া
187 টাকার কুমির ধনী ব্যক্তি
188 টেকে গোঁজা আত্মসাৎ করা
189 টুপভুজঙ্গ নেশায় বিভোর
190 ঠাঁট বজায় রাখা অভাব চাপা রাখা
191 ঠোঁট কাটা বেহায়া
192 ঠগ বাছতে গাঁ উজাড় আদর্শহীনতার প্রাচুর্য
193 ঠুঁটো জগন্নাথ অকর্মণ্য
194 ঠেলার নাম বাবাজি চাপে পড়ে কাবু
195 ডুমুরের ফুল দুর্লভ বস্তু
196 ডাকের সুন্দরী খুবই সুন্দরী
197 ডুমুরের ফুল দুর্লভ
198 ডান হাতের ব্যাপার খাওয়া

পর্বগুলোর ধারাবাহিক সিরিয়াল:

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-১

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-২

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৩

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৪

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৫

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৬

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৭

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৮

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৯

এইচ.এস.সি বাংলা ২য়পত্রের সকল অধ্যায় / অন্যান্য অধ্যায়সমুহ দেখতে এখানে যান

   
   

0 responses on "সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৫"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved