📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

জেনে নিন শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য

শিক্ষা প্রতিষ্ঠানঃ

 

ঢাকার পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, বিশ্ববিদ্যালয় কলেজসহ ঢাকার বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য মিলবে এখানে। তাছাড়া বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিভিন্ন তথ্য ও সেবা দেবার জন্য গড়ে ওঠা ফার্মগুলোর তথ্যও থাকছে এখানে।

 

পাবলিক বিশ্ববিদ্যালয়ঃ

শিক্ষা মানুষের একটি অধিকার, এটি মাথায় রেখে সরকার ঢাকায় কয়েকটি বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে, যেটি পাবলিক বিশ্ববিদ্যালয় নামে পরিচিত।। এসব বিশ্ববিদ্যালয় সরকারি নিয়মনীতি দ্বারা পরিচালিত। শিক্ষার্থী বেতন বাবদ কিছু টাকা আসলেও মূলত ভর্তূকি দিয়ে সরকার এসব বিশ্ববিদ্যালয় পরিচালনা করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বিস্তারিত

 

বেসরকারী বিশ্ববিদ্যালয়ঃ

বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ধারণাটি অপেক্ষাকৃত নতুন। অতিরিক্ত জনসংখ্যা এবং মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধির কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি বর্ধিত চাহিদা মেটাতে না পারায় সরকার বেসরকারী বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়। কিছু বেসরকারী বিশ্ববিদ্যালয় অত্যন্ত মানসম্পন্ন শিক্ষা প্রদান করে বেশ প্রশংসিতও হচ্ছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটি

আমেরিকান ইন্টা: ইউনিভার্সিটি

ব্র্যাক ইউনিভার্সিটি

আশা ইউনিভার্সিটি

বিস্তারিত

মেডিকেল কলেজঃ

ছোট থেকেই অনেকে স্বপ্ন দেখেন ডাক্তার হওয়ার। আবার অনেক (অধিকাংশ বললেও হয়ত অত্যুক্তি হবে না) বাবা-মার স্বপ্ন থাকে সন্তানকে ডাক্তার বানাবেন। ডাক্তার তৈরির প্রতিষ্ঠান হলে মেডিকেল কলেজ। ডাক্তার হওয়ার জন্য মানুষের এতই আগ্রহ যে সরকারি মেডিকেল কলেজগুলো তার চাপ সামলাতে পারছিল না। ঢাকায় তিনটি সরকারি মেডিকেল কলেজের পাশাপাশি নতুন-পুরাতন মিলিয়ে বেশ কয়েকটি বেসরকারী মেডিকেল কলেজ রয়েছে। এককভাবে একটি মাত্র ভর্তি পরীক্ষার মাধ্যমে মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হয়।

হলি ফ্যামিলি মেডিকেল কলেজ

বাংলাদেশ মেডিকেল কলেজ

আদ-দ্বীন মহিলা মেডিকেল কলেজ

জেড. এইচ শিকদার উইমেন মেডিকেল কলেজ

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ

শাহাবুদ্দিন মেডিকেল কলেজ

বিস্তারিত

 

ডেন্টাল কলেজঃ

মানুষের শরীরের বিভিন্ন রোগব্যাধির এটি দেখেন এম.বি.বি.এস. চিকিৎসকগণ, অবস্থা জটিল হলে রোগীগণ বিশেষজ্ঞ চিকিৎসকের দারস্থ হন। তারাও এম.বি.বি.এস. কোর্সের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। দাঁতের এটি দেখেন দন্ত বিশেষজ্ঞ। এমবিবিএস কোর্স নয় ডেন্টাল কলেজের বিডিএস কোর্সের মাধ্যমে দন্ত বিশেষজ্ঞ তৈরি হয়।  মিরপুরের সরকারি ডেন্টাল কলেজ ছাড়াও ঢাকায় বেশ কয়েকটি বেসরকারী ডেন্টাল কলেজ আছে এখন।

ইউনিভার্সিটি অব ডেন্টাল কলেজ

বাংলাদেশ ডেন্টাল কলেজ

বিস্তারিত

কলেজঃ

মাধ্যমিক পরাবর্তী উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা এবং উচ্চমাধ্যমিক পরবর্তী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়ালেখার জন্য ঢাকার সরকারি এবং বেসরকারী কলেজগুলোর তথ্য থাকছে এ অংশে। উচমাধ্যমিক পার্যায়ের পড়াশোনা শিক্ষাবোর্ড নিয়ন্ত্রণ করে আর উচ্চমাধ্যমিক পরবর্তী কোর্সগুলো নিয়ন্ত্রণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও রয়েছে। যেমনঃ গার্হস্থ্য অর্থনীতি কোর্সটিসহ ঢাকার সেরা সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করে।

নটরডেম কলেজ

চাটার্ড ইউনিভার্সিটি কলেজ

কলেজ অব এভিয়েশন টেকনোলজী

ঢাকা কমার্স কলেজ

তিতুমীর কলেজ

এমআইএসটি

স্কলাশটিকা স্কুল

গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল

অগ্রণী স্কুল এন্ড কলেজ

হলিক্রস কলেজ

বিস্তারিত

 

কারিগরী শিক্ষাঃ

শিল্প প্রতিষ্ঠানে দক্ষ জনশক্তি সরবরাহ করে অর্থনীতিকে গতিশীল করার জন্য কারগরি শিক্ষার বিকল্প নেই। আবার দেশের বাইরেও অদক্ষ জনশক্তি রপ্তানি করে খুব বেশি বৈদেশিক মুদ্রা আর্ন করা যায় না। এক্ষেত্রেও দক্ষ জনশক্তি তৈরি তৈরির জন্য কারিগরি শিক্ষা জরুরী। ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারী-বেসরকারী কারগরি শিক্ষালয়ের তথ্য পাওয়া যাবে এখানে। এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের  অধীনে বিভিন্ন মেয়াদী ডিপ্লোমা কোর্স করানো হয়। অবশ্য অনেক শিক্ষালয় কেবল তাদের একটি সার্টিফিকেট দিয়ে থাকে, কোন বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের এফিলিয়েশন নেই এদের।

এ্যারোনটিক্যাল ইন্সটিটিউট অফ বাংলাদেশ

ইনক্রাক্স স্কুল অব ডিজাইন

বাইনারী ইনফরমেশন টেকনোলজি

বাংলাদেশ ইনষ্টিটিউট অব মেডিকেল সাইন্স (বিমস)

বিস্তারিত

শিক্ষা বোর্ডঃ

বাংলাদেশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসএসসি (ssc) বা মাধ্যমিক এবং এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ন্ত্রণের জন্য নয়টি  শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড আছে। মাদ্রাসা শিক্ষা বোর্ড মাদ্রাসা সমূহের দাখিল, আলিম, ফাজিল এবং কামিল পরীক্ষা নিয়ন্ত্রণ করে থাকে। তাছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি (ssc) বা মাধ্যমিকি এবং এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক সমতূল্য কোর্স পরিচালিত হয়। সারাদেশের মাদ্রাসা শিক্ষা এবং কারিগরি শিক্ষা কার্যক্রমের তদারকি এই দুই বোর্ডের মাধ্যমেই পরিচালিত হয়ে থাকে। কাজেই ঢাকায় মোট তিনটি শিক্ষা বোর্ডের দপ্তর অবস্থিত।

        ঢাকা শিক্ষা বোর্ড     

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বিস্তারিত

স্কুলঃ

কথা বলা শেখার পর সন্তানের শিক্ষা জীবন শুরু করতে ঢাকার কর্মব্যস্ত অভিভাবকগণ চিন্তিত হয়ে পড়েন কেমন করে কোথায় ভর্তি করাবেন আদরের সন্তানটিকে। এ লক্ষ্যে খোঁজ নিতে হয় ঢাকার বিভিন্ন স্কুল গুলোর ফরম সংগ্রহ পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, ভর্তি ফি, মাসিক বেতন, স্কুলের মান, স্কুলের পরিবেশ সস্পর্কে। কিন্তু কর্মব্যস্ততার মাঝে অনেক অভিভাবকগণই সময় করে উঠতে পারেন না। ফলে কর্মব্যস্ত অভিভাবকগণ অনায়াসে অন লাইন ঢাকা গাইড থেকে ঢাকার স্কুলগুলোর সম্পর্কে সহজেই তথ্য পেতে পারেন।

স্কলাশটিকা স্কুল

গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল

মতিঝিল মডেল হাই স্কুল এন্ড কলেজ

আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল

   
   

0 responses on "জেনে নিন শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved