শব্দ-গঠন – জেএসসি-বাংলা-2-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 449
4481. অনুভূতির কাল্পনিক অনুকৃতি হলো-
- ঝিকিমিকি
- মিউ মিউ
- গুড় গুড়
- হি হি
4482. এক শব্দ দুইবার ব্যবহার করে নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে কী বলে?
- দ্বিরুক্তি
- বক্র
- অনুসর্গ
- উপসর্গ
4483. কোনটি বিপরীতার্থক দ্বিরুক্ত শব্দ?
- ভালো ভালো
- দেনা-পাওনা
- মনে মনে
- মিটির মিটির
4484. বস্তুর ধ্বনির অনুকৃতি কোনটি?
- কুহু কুহু
- চোঁ চোঁ
- ভেউ ভেউ
- ঘচ ঘচ
4485. আধিক্য অর্থে দ্বিরুক্তির ব্যবহার হয় নি কোনটিতে?
- ছোট ছোট
- বার বার
- ভালো ভালো
- সবগুলো
4486. ‘তব্য’ প্রত্যয় যোগে গঠিত শব্দ হলো –
- বক্তব্য
- গন্তব্য
- কর্তব্য
- সবগুলোই
4487. দ্বিরুক্ত শব্দ কয় প্রকারের?
- দুই
- তিন
- চার
- পাঁচ
4488. সমাসের সাহায্যে গঠিত শব্দ –
- নদীমাতৃক
- বিদ্যালয়
- বৈঠকখানা
- নিবারণ
4489. ‘হি হি’ ধ্বন্যাত্মক শব্দটি কোন ধ্বনির অনুকৃতি?
- জীবজন্তুর ধ্বনির অনুকৃতি
- মানুষের ধ্বনির অনুকৃতি
- বস্তুর ধ্বনির অনুকৃতি
- অনুভূতির কাল্পনিক অনুকৃতি
4490. যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে কী বলে?
- প্রত্যয়
- সমাস
- বিভক্তি
- উপসর্গ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "শব্দ-গঠন - জেএসসি-বাংলা-2-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 449"