শব্দ-ও-পদ – জেএসসি-বাংলা-2-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 442
4411. কোনটি সাধারণ ভবিষ্যতকালের উদাহরণ?
- মনীষা দৌড়াতে থাকবে
- আমি হব সকাল বেলার পাখি
- রিতা ঘুমাচ্ছিল
- এবার মা খেতে ডেকেছেন
4412. খাঁটি বাংলা ধাতু কোনটি?
- অঙ্ক্
- আঁক্
- ডর্
- কৃৎ
4413. যে পদ কোনো ব্যক্তি, বস্তু, জাতি, কাজ বা গুণের নাম বোঝায় তাকে কী বলে?
- সর্বনাম পদ
- অব্যয় পদ
- বিশেষণ পদ
- বিশেষ্য পদ
4414. কোনটির দুটি পুরুষবাচক শব্দ আছে?
- আয়া
- ননদ
- প্রিয়া
- শিষ্যা
4415. কোনটিতে বৃহদার্থে স্ত্রীবাচক প্রত্যয় যুক্ত হয়েছে?
- হিমানী
- পুস্তিকা
- অরণ্যানী
- গীতিকা
4416. ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায় – কী কী?
- মৌলিক ধাতু ও সিদ্ধ ধাতু
- ক্রিয়ামূল ও ক্রিয়া বিভক্তি
- গম্ ও গট্ ধাতু
- স্বয়ংসিদ্ধ ও মৌলিক ধাতু
4417. লিঙ্গ শব্দের অর্থ কী?
- বিভক্তি যোগ
- প্রত্যয় যোগ
- চিহ্ন বা লক্ষণ
- মিলন
4418. মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন। – এটি কোন ক্রিয়ার উদাহরণ?
- দ্বিকর্মক ক্রিয়ার
- যৌগিক ক্রিয়ার
- অকর্মক ক্রিয়ার
- অসমাপিকা ক্রিয়ার
4419. ইতিহাসের ঘটনা বর্ণনায় অতীত কালের ক্রিয়া নিত্য বর্তমান হিসেবে ব্যবহৃত হলে তাকে কোন কাল বলা হয়?
- ঘটমান বর্তমান কাল
- পুরাঘটিত বর্তমান কাল
- নিত্যবৃত্ত বর্তমান কাল
- ঐতিহাসিক বর্তমান কাল
4420. ছাত্র, শিক্ষক কোন লিঙ্গ?
- স্ত্রীলিঙ্গ
- পুংলিঙ্গ
- ক্লীবলিঙ্গ
- উভলিঙ্গ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "শব্দ-ও-পদ - জেএসসি-বাংলা-2-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 442"