শব্দার্থ – জেএসসি-বাংলা-2-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 423
4221. ‘ফপর দালালি’ – বাগধারাটির অর্থ কী?
- অতিরিক্ত চালবাজি
- কান্ডজ্ঞানহীন
- গোপনে কাজ সমাধা
- অযথা শ্রম
4222. ‘কান’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়?
- লেখা
- বুদ্ধি
- চিন্তা-ভাবনা
- শোনা
4223. ‘কাঁচা দুধ সবার হজম হয় না’ – বাক্যে ‘কাঁচা দুধ’ শব্দটির অর্থ হলো –
- অপক্ব
- অসিদ্ধ
- অপরিণত
- অপূর্ণ
4224. ‘ভাঙা’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
- গড়া
- শেষ
- ভঙ্গুর
- গঠন
4225. ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কোনটি?
- তীব্র জ্বালা
- অর্থের অহংকার
- দীর্ঘস্থায়ী কষ্ট
- অর্থের কু-প্রভাব
4226. কোনটি সমার্থক শব্দের সম অর্থজ্ঞাপক শব্দ?
- প্রতিশব্দ
- মৌলিক শব্দ
- বিপরীত শব্দ
- যৌগিক শব্দ
4227. নিচের কোনটি ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ?
- নীলাম্বু
- জীমূত
- লহরী
- সিন্ধু
4228. ‘গোঁফখেজুরে’ কোন অর্থে ব্যবহৃত হয়?
- ডাকাবুকা
- তুলসী বনের বাঘ
- তামার বিষ
- অলস
4229. ‘হাত’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়?
- জ্ঞানপূর্ণ
- শক্ত
- বশে আনা
- সরল
4230. কোনটি ‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ নয়?
- হুতাশন
- সর্বভুক
- মার্তন্ড
- পাবক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "শব্দার্থ - জেএসসি-বাংলা-2-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 423"