৫। দুইটি সংখ্যার গ.সা.গু, সমষ্টি ও ল.সা.গু যথখাক্রমে ৩৬, ২৫২ ও ৪৩২। সংখ্যা দুইটি নির্ণয় কর

সমাধানঃ গ.সা.গু ৩৬, সংখ্যা দুইটির যোগফল ২৫২ এবং ল.সা.গু ৪৩২।

মনেকরি, সংখ্যা দুইটি ৩৬x ও ৩৬y এখানে x ও y সহমৌলিক।

শর্তানুসারে, ৩৬x +৩৬y = ২৫২

বা, (x+y) = = ৭

x+y = ৭

অবার ৩৬x ও ৩৬y এর ল.সা.গু ৩৬xy

শর্তানুসারে, ৩৬xy = ৪৩২

xy =  ১২

পর্যবেক্ষণ দ্বারা x = ৩ এবং y = ৪ মান পাওয়া যায়। কারণ x+y = ৭

এবং xy = ১২

সুতরাং সংখ্যাদ্বয় ৩৬x৩=১০৮, ৩৬x৪=১৪৪

নির্ণেয় সংখ্যাদ্বয় ১০৮, ১৪৪।

৬। দুইটি সংখ্যার গ.সা.গু অন্তর ও ল.সা.গু যথাক্রমে ১২, ৬০ ও ২৪৪৮। সংখ্যা দুইটি নির্ণয় কর (৩৩ তম )

সমাধানঃ মনে করি, সংখ্যা দুইটি ১২x ও ১২y, যেখানে x>y এবং x,y সহমৌলিক।

সংখ্যা দুইটির অন্তর ফল ১২x – ১২y =৬০

বা, ১২ (x-y) = ৬০

x-y = = ৫

আবার, ১২x ও ১২y এর ল.সা.গু ১২xy

শর্তানুসারেম ১২xy = ২৪৪৮

বা, xy  = ২০৪

২০৪ = ১২x১৭

x,y সহমৌলিক এবং x > y হওয়ায়

x = ১৭, y = ১২ পর্যবেক্ষণ দ্বারা নির্ণীত হলো।

১৭, ১২ সংমৌলিক এবং অন্তরফল ৫।

নির্ণেয় সংখ্যা দুইটি ১২ x১৭ = ১০৪

১২ x ১২ = ১৪৪

৭। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১৩০৫, ৪৬৬৫ ও ৬৯০৫ কে ভাগ করলে প্রতিক্ষেত্রে একই অবশিষ্ট থাকবে।

সমাধানঃ একই অবশিষ্ট k হলে নির্ণেয় সংখ্যা হবে (১৩০৫-k) (৪৬৬৫- k) এবং (৬৯০৫- k) এর গ.সা.গু। এই সংখ্যা তিনটির যে কোন সাধারণ উৎপাদক এদের প্রত্যেক জোড়ার অন্তরফলের ও সাধারণ উৎপাদক। এ সাধারণ উৎপাদকই অন্তরফলের গ.সা.গু।

(৪৬৬৫- k) – (১৩০৫- k) = ৪৬৬৫ – ১৩০৫ = ৩৩৬০

(৬৯০৫- k) – (৪৬৬৫- k) = ৬৯০৫ – ৪৬৬৫ = ২২৪০

(৬৯০৫- k) – (১৩০৫- k) = ৬৯০৫ – ১৩০৫ = ৫৬০০

২২৪০,৩৩৬০,৫৬০০ এর গসাগু= ১১২০

গ.সা.গু = ১১২০

অতএব নির্ণেয় সংখ্যা ১১২০।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline