লেখকদের নীতিমালা

 

▐▐ ইশিখন.কম এ লেখার সাধারন কিছু নিয়মাবলী▐▐
✘ ১। ইশিখন.কম এ কোন ধরনের বাজে পোষ্ট বা স্প্যাম করা যাবে না। 18+ যে কোন পোষ্ট নিষিদ্ধ
✘ ২। ইশিখনের যেকোন সদস্য বা এডমিনদের সাথে খারাপ আচরণ করা যাবে না
✘ ৩। কোন প্রকার গালি গালাজ করা যাবে না
✘ ৪। যেকোন ধর্ম নিয়ে কটাক্ষ করে পোষ্ট করা যাবে না, সবাই নিজের ধর্ম ভালবাসবে এটাই স্বাভাবিক, তাই কোন ধর্মীয় বিষয় নিয়ে লাইক জরিপ করা যাবে না
✘ ৫। কোন প্রকার উস্কানিমূলক সাম্প্রদায়িক বা রাজনৈতিক পোষ্ট এবং মন্তব্য করা যাবে না
✘ ৬। ইশিখনে কোন পোস্ট, ঐ পোস্ট দাতার অনুমতি ছাড়া এডিট করা যাবে না
✘ ৭। অন্য কোন পেজ / পেইজের বিজ্ঞাপন পোষ্ট করা যাবে না। এমনকি অন্য কোন পেজের / পেইজের / নিজের স্ট্যাটাস সরাসরি Share করা যাবে না, কারণ এতে পরোক্ষভাবে ঐ গ্রুপ বা পেজের বিজ্ঞাপন হয়ে যাচ্ছে। তবে গুরুত্বপূর্ণ তথ্য প্রচারের উদ্দেশ্যে কপি করতে পারবেন
✘ ৮। কোনো আর্নিং সাইটের লিঙ্ক বা রেফারেল দেয়া যাবে না। ইশিখন.কম ছাড়া অন্য কোন সাইটের লিংক দেওয়া যাবে না।
✘ ৫। অন্য কোন সাইট থেকে হুবহু কপি-প্যাস্ট পোস্ট গ্রহণযোগ্য নয়। তবে পোস্ট নিজের মত করে পরিবর্তন কিংবা পরিবর্ধন করে পুন:পোস্ট করতে পারেন।

▐▐ কিছু সতর্কতা ▐▐
✘ সর্বনিম্ন ২০০ শব্দের পোস্ট হতে হবে।
✘ পোস্টের ভাষা শুদ্ধ ভাষায়, শ্রুতিমধুর ও বাংলা ব্যাকরণের নীতি মেনে চলতে হবে।
✘ বানান ভুল করা যাবে না, কোন বানানে সন্দেহ থাকলে গুগলে দেখে নিন।
✘ প্রতিদিন সব একই ক্যাটেগরি পোস্ট করা যাবে না, যেমন: একদিনে সব সাধারণ জ্ঞান, কিংবা সবই ইংরেজী না করে সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজী, বিসিএস, বিজ্ঞান, তথ্য-প্রযুক্তি ইত্যাদি ভিন্ন ভিন্ন পোস্ট কর
ইংরেজী পোষ্ট না, অব্যশই বাংলা পোষ্ট করতে হবে
✘ সবাই একই সময়ে পোস্ট করবেন না, দুটি পোস্টের মাঝে সময় ব্যবধান সর্বনিম্ন ১৫ মিনিট হতে হবে। প্রতিদিন একজন সবোর্চ্চ ১০ টি পোস্ট করতে পারবেন।

▐▐ যেটি যা লেখা যাবে (করণীয়)▐▐
বাংলা, ইংরেজী, সাধারণ জ্ঞান জেএসসি, এসএসসি (ssc) বা মাধ্যমিকি, এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক এর বিজ্ঞান, মানবিক, ব্যবসা শাখার যেকোন শিক্ষামুলক পোস্ট, ভর্তি পরীক্ষা, বিসিএস, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরি পরীক্ষার যেকোন পোস্ট করা যাবে।
এটা মূলত বাংলাদেশ কেন্দ্রীক শিক্ষামুলক সাইট, তাই ভাল কোন শিক্ষামুলক বিষয় নিয়ে উপস্থাপন করতে পারবেন
সমসাময়িক রুচিশীল শিক্ষামুলক বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন
প্রয়োজনীয়, শিক্ষামূলক বা জনস্বার্থমূলক যে কোন গুরুত্বপূর্ণ তথ্য পোস্ট করতে পারবেন
মজার শিক্ষামুলক যেকোন কৌতুক পোষ্ট করতে পারবেন। তবে অশ্লীল/সেক্সুয়াল কিছু না
সর্বাবোপরি সাইটের নিয়মাবলীর ভিতরে যেটি যা আছে সবকিছুই পোস্ট করতে পারবেন।

✔   বিশ্ববিদ্যালয় প্রতিনিধিগণ উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাল  কোন উদ্যোগ, বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের কোন ঘটনা, খবর, কিংবা কোন ব্যাচের জনস্বার্থে কোন উদ্যোগ এর খবর পোস্ট করা যাবে। 

 বিশ্ববিদ্যালয়ে ভর্তি, সবার জন্য গুরুত্বপুর্ণ নোটিশ, ইত্যাদি পোস্ট করা যাবে।

▐▐ যেসব কারণতে আপনাকে এডিটর হতে বাতিল করা হতে পারে ▐▐

উপরোক্ত নিয়মাবলীর যেকোন একটি ভঙ্গ হলে সর্তক করা হবে, তবে ৪ বা ততোধিক নিয়মাবলি ভঙ্গ হলে কিংবা ৪ বা ততোধিকবার নিয়মাবলি ভঙ্গ হলে
সর্তকতা সমুহ মেনে চলুন, কেউ ২০ বার সর্তক করার পরও সর্তকতা না মেনে চললে।

ইশিখন.কম এর স্বার্থে ও ইশিখন.কমকে আরো সমৃদ্ধ করতে উপরোক্ত নিয়মাবলি ইশিখন.কম যেকোন সময় পরিবর্তন, পরিবর্ধন কিংবা সম্পাদনা করতে পারেন।

উপরোক্ত নীতিমালাসমুহ মেনে পোস্ট করতে চাইলে এখানে যান:

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline