এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 146
1451. মি. রিপন রেওয়ামিল তৈরির পর ভুলগুলো ধরতে পারেন এবং তা সংশোধন করার সিদ্ধান্ত নেয়। সংশ্লিষ্ট খতিয়ানের হিসাব খাতগুলো সংশোধনে মি. রিপনকে কোনটি তৈরি করতে হবে?
- সংশোধিত রেওয়ামিল
- সমন্বয় জাবেদা
- সংশোধনী জাবেদা
- সাধারণ জাবেদা
1452. রেওয়ামিল হলো খতিয়ান হিসাবসমূহের –
- তালিকা
- বিবরণী
- জের
- কোনটিই নয়
A,B,C
1453. বাস্তবে অনিশ্চিত হিসাব মূলত –
- একটি বাস্তব হিসাব
- একটি আয় হিসাব
- একটি অস্থায়ী হিসাব
- কোনটিই নয়
1454. মালিক কর্তৃক সরবরাহকৃত মূলধন কারবারের একটি –
- দায়
- সম্পত্তি
- আয়
- লাভ
1455. আর্থিক বিবরণীর ভিত্তি কোনটি?
- খতিয়ান হিসাব
- রেওয়ামিল
- জাবেদা
- বিশদ আর্ন বিবরণী
1456. হিসাব রক্ষকের জ্ঞান অভিজ্ঞতা বুদ্ধিমত্তার দ্বারা লেনদেনসমূহ হিসাব ভুক্তকরন করবো বুঝায় –
- চলমান প্রতিষ্ঠান নীতি
- রক্ষণশীলতার নীতি
- বস্তুনিষ্ঠতার নীতি
- বকেয়া ধারণা নীতি
1457. সমাপনী মজুদ পণ্য মূল্যায়নের নীতিগত ভিত্তি হল –
- সর্বদাই ক্রয়মূল্য
- সর্বদাই বর্তমান বাজারমূল্য
- ক্রয়মূল্য ও বর্তমান বাজারমূল্যের মধ্যে যেটি কম
- কোনোটিই নয়
1458. চলতি অনুপাত কত হওয়া ভাল?
- 0.125694444444444
- 0.0430555555555556
- 0.0840277777777778
- 0.0847222222222222
1459. কোনো নির্দিষ্ট সময় যে পণ্য বিক্রি হয় তার জন্য ব্যয়িত খরচের সমষ্টিকে বলে –
- বিক্রিত পণ্যের ব্যয়
- ক্রয়কৃত পণ্যের ব্যয়
- উৎপাদিত পণ্যের ব্যয়
- ধারে বিক্রিত পণ্যের ব্যয়
1460. জামাল তার ব্যবসায়ের জন্য ২০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেন। আসবাবপত্রের ব্যবহারজনিত মূল্য হ্রাস ১,০০০ টাকা। এক্ষেত্রে অবচয়ের হার কত?
- 0.04
- 0.05
- 0.08
- 0.1
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি Finance Banking মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট
0 responses on ""রেওয়ামিল" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন - 146"