রেওয়ামিল – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 48
471. রেওয়ামিলে একদিকের ভুলের বৈশিষ্ট্য হলো-
- হিসাবে একটি দিকেই ভুল হয়েছে
- অপর দিকটি অনিশ্চিত হিসাবে দেখানো হবে
- ভুলের দিকই সংশোধন করতে হবে
A,B,C
472. রেওয়ামিলের ডেবিট দিকে বসবে –
- যাবতীয় দায় হিসাবসমূহের উদ্বৃত্ত
- যাবতীয় ব্যয় হিসাবসমূহের উদ্বৃত্ত
- যাবতীয় অগ্রিম প্রদত্ত হিসাবসমূহের উদ্বৃত্ত
B,C
473. রেওয়ামিল দ্বারা ভুলত্রুটি উদঘাটিত হয় –
- জাবেদা বইয়ের
- আর্থিক বিবরণীর
- খতিয়ান বইয়ের
A,C
474. সমাপনী মজুদ পণ্য কখন গণনা করা হয়?
- যেকোনো সময়
- হিসাবকাল শেষে
- হিসাবকালের শুরুতে
- নণনা করা অপ্রয়োজনীয়
475. কোন দফাটি রেওয়ামিলের অন্তর্ভুক্ত নয়?
- প্রারম্ভিক নগদ তহবিল
- প্ররম্ভিক মজুদ পণ্য
- সমাপনী নগদ তহবিল
- ব্যাংক জমার সমাপনী উদ্বৃত্ত
476. সম্ভাব্য দায় ও সম্ভাব্য সম্পদ রেওয়ামিলে না আসার কারণ-
- অনিশ্চিত দায়
- অনিম্চিত সম্পদ
- চলতি দায়
A,B
477. ‘অগ্রিম শিক্ষানবিস প্রিমিয়াম’ রেওয়ামিলে কোন কলামে বসে?
- ডেবিট কলামে
- ক্রেডিট কলামে
- ডেবিট অথবা ক্রেডিট কলামে
- ডেবিট এবং ক্রেডিট কলামে
478. যেসব ভুলের জন্য রেওয়ামিল মিলবে না –
- হিসাবে টাকার পরিমাণ কম/বেশি লেখা
- প্রাথমিক বইতে টাকার পরিমাণ কম/বেশি লেখা
- নগদান বইতে টাকার পরিমাণ কম/বেশি লেখা
A,B
479. ভুল সংশোধনী দাখিলার প্রয়োজন হয় –
- সার্বিক আর্থিক ফলাফল নিরূপণ করা
- সঠিক আর্থিক অবস্থা নিরূপণ করা
- হিসাবের সঠিক উদ্বৃত্ত নিরূপণের জন্য
A,B,C
480. অনিশ্চিত হিসাব সম্পর্কে উক্তিটি হলো-
- চূড়ান্ত হিসাব প্রস্তুতের জন্য অনিম্চিত হিসাবের সাহায্যে রেওয়ামিল মিলকরণ করা হয়
- চূড়ান্ত হিসাব প্রস্তুতে অনিশ্চিত হিসাব প্রতিবন্ধকতা সৃষ্টি করে
- রেওয়ামিলের ডেবিট-ক্রেডিট উভয়দিকেই অনিশ্চিত হিসাব হতে পারে
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "রেওয়ামিল - এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 48"