রেওয়ামিল – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 47
461. করণিকের ভুলের কারণে –
- রেওয়ামিল মিলে যায়
- অনিশ্চিত হিসাব সৃষ্টি হয়
- পরিপূরক ভুলের সৃষ্টি হয়
A,C
462. রেওয়ামিলের দুই পাশের যোগফল অমিল হলে সাময়িকভাবে গরমিল উদ্বৃত্ত দ্বারা উভয় পাশ সমান করা যায়-
- মূলধন হিসাব না থাকলে মূলধন হিসাব নামে
- অনিশ্চিত হিসাব নামে
- Suspense Account নামে
A,B,C
463. কোন উত্তরটি যুক্তিযুক্ত?
- রেওয়ামিল ডেবিট জেরগুলো নিয়ে প্রস্তুতকৃত
- রেওয়ামিল ক্রেডিট জেরগুলোর সমন্বয়ে গঠিত
- রেওয়ামিলের ডেবিট থেকে ক্রেডিট জের বাদ দেওয়া হয়
- রেওয়ামিল ডেবিট ও ক্রেডিট জেরের সমন্বয়ে গঠিত
464. কোন ভুলটি রেওয়ামিলের সাহায্যে ধরা পড়বে না?
- মাল ক্রয় বিক্রয় ফেরত বইতে লিখলে
- মাসুদের নিকট হতে মাল ক্রয়ের জন্য তার হিসাব ডিবিট করা হলে
- প্রাপ্ত চেক নগদান বইযের ক্রেডিট দিকে লিখলে
- ধারে মাল বিক্রয় সংশ্লিষ্ট পক্ষের হিসাবে না লিখলে
465. দেনাদারের ওপর বাট্টা সঞ্চিতি রেওয়ামিলে –
- ক্রেডিট কলামে বসে
- ডেবিট কলামে বসে
- উভয় কলামে বসে
- কোনো কলামেই বসে না
466. কোথা হতে রেওয়ামিল প্রস্তুত করা হয়?
- লেনদেন হতে
- জাবেদা হতে
- খতিয়ান হতে
- দৈনিক বই হতে
467. প্রারম্ভিক মজুদ পণ্য ১০,০০০ টাকা, ক্রয় ৫০,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ২,০০০ টাকা। সমন্বিত ক্রয় কত?
- ৬২০০০ টাকা
- ৬০০০০ টাকা
- ৫৮০০০ টাকা
- ৫২০০০ টাকা
468. রেওয়ামিল তৈরির সময় কখন সমাপনী মজুদ পণ্য হিসাবভুক্ত করতে হয়?
- মালিক নির্দেশ দিলে
- সমাপনী মজুদের খতিয়ান থাকলে
- প্রারম্ভিক মজুদ অনুপস্থিত থাকলে
- সমন্বিত ক্রয়ের উদ্বৃত্ত থাকলে
469. সমাপনী মজুদ পণ্য কোনটির অংশ?
- সমন্বিত ক্রয়ের
- ক্রয় ও প্রারম্ভিক মজুদের
- বিক্রয়ের
- ক্রয় ও বিক্রয় ফেরতের
470. রেওয়ামিল হিসাবচক্রের কততম স্তর?
- তৃতীয়
- চতুর্থ
- পঞ্চম
- ষষ্ঠ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।