রেওয়ামিল – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 46

 

রেওয়ামিল – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 46

451. কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়?

  1. সমাপনী মজুদ
  2. সমাপনী মনিহারি মজুদ
  3. সমাপনী নগদ তহবিল
  4. সমাপনীর মধ্যে সামগ্রীর মজুদ

452. খতিয়ানে হিসাব স্থানান্তরের সময় যদি একটি হিসাবের পরিবর্তে অন্য হিসাবের সঠিক টাকা সঠিক দিকে লেখা হয় তখন তাকে কী ভুল করে?

  1. নীতিগত ভুল
  2. লেখার ভুল
  3. বাদ পড়ার ভূল
  4. বেদাখিলার ভুল

453. মি. জহিরুল তার ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার পূর্বে রেওয়ামিল প্রস্তুত করেন। উক্ত বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য ছিল-

  1. খতিয়ানের উদ্বৃত্তের সঠিকতা যাচাই
  2. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত সহজতর করা
  3. জাবেদা ও খতিয়ানের ভুল-ত্রুটি উদঘাটন ও সংশোধন করা

454. রেওয়ামিলের ডেবিট দিকে দেখানো হয় কোনগুলো?

  1. সম্পদ ব্যয় বকেয়া আর্ন ও অগ্রিম খরচ
  2. সম্পদ ব্যায় অগ্রিম আর্ন ও অগ্রিম খরচ
  3. সম্পদ ব্যয় বকেয়া খরচ ও অগ্রিম খরচ
  4. দায় আর্ন বকেয়া খরচ ও অগ্রিম আয়

455. যে সকল ভুলের জন্য রেওয়ামিল অমিল হয় হা হলো-

  1. রেওয়ামিলের উভয় দিকের যোগফল নির্ণয়ের ভুল
  2. খতিয়ান উদ্বৃত্ত রেওয়ামিলে স্থানান্তরের ভুল
  3. বাদ পড়ার ভুল ও নীতিগত ভুল

456. অগ্রিম ভাড়া প্রাপ্তি ক্রেডিট হবে, কারণ এটি-

  1. অনুপার্জিত আয়
  2. সম্ভাব্য আয়
  3. ভবিষ্যতের সেবা প্রদানের দায়বদ্ধতা সৃষ্টি করে

457. রেওয়ামিলে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকের টাকার পরিমাণ সমান হলেও রেওয়ামিলে ভুল থাকতে পারে কোন জাতীয় ভুলের কারণে?

  1. নীতির ভুল
  2. যোগের ভুল
  3. স্থানান্তরের ভুল
  4. উদ্বৃত্ত বের করার ভুল

458. যখন একটা ভুল আরেকটা ভুলের দ্বারা সংশোধিত হয়ে যায় তখন ওই ভুলকে কী বলে?

  1. লেখার ভুল
  2. বাদ পড়ার ভুল
  3. নীতিগত ভুল
  4. পরিপূরক বা সম্পূরক ভুল

459. হিসাবচক্রে রেওয়ামিল প্রস্তুতকরণকে বলা হয় –

  1. সংক্ষিপ্তকরণ
  2. লিপিবদ্ধকরণ
  3. সমন্বয়করণ
  4. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ

460. রেওয়ামিল হিসাবচক্রের কততম ধাপ?

  1. ৬ষ্ঠ
  2. ৫ম
  3. ৪র্থ
  4. ৩য়

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline