রেওয়ামিল – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 46
451. কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়?
- সমাপনী মজুদ
- সমাপনী মনিহারি মজুদ
- সমাপনী নগদ তহবিল
- সমাপনীর মধ্যে সামগ্রীর মজুদ
452. খতিয়ানে হিসাব স্থানান্তরের সময় যদি একটি হিসাবের পরিবর্তে অন্য হিসাবের সঠিক টাকা সঠিক দিকে লেখা হয় তখন তাকে কী ভুল করে?
- নীতিগত ভুল
- লেখার ভুল
- বাদ পড়ার ভূল
- বেদাখিলার ভুল
453. মি. জহিরুল তার ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার পূর্বে রেওয়ামিল প্রস্তুত করেন। উক্ত বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য ছিল-
- খতিয়ানের উদ্বৃত্তের সঠিকতা যাচাই
- আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত সহজতর করা
- জাবেদা ও খতিয়ানের ভুল-ত্রুটি উদঘাটন ও সংশোধন করা
A,B,C
454. রেওয়ামিলের ডেবিট দিকে দেখানো হয় কোনগুলো?
- সম্পদ ব্যয় বকেয়া আর্ন ও অগ্রিম খরচ
- সম্পদ ব্যায় অগ্রিম আর্ন ও অগ্রিম খরচ
- সম্পদ ব্যয় বকেয়া খরচ ও অগ্রিম খরচ
- দায় আর্ন বকেয়া খরচ ও অগ্রিম আয়
455. যে সকল ভুলের জন্য রেওয়ামিল অমিল হয় হা হলো-
- রেওয়ামিলের উভয় দিকের যোগফল নির্ণয়ের ভুল
- খতিয়ান উদ্বৃত্ত রেওয়ামিলে স্থানান্তরের ভুল
- বাদ পড়ার ভুল ও নীতিগত ভুল
A,B
456. অগ্রিম ভাড়া প্রাপ্তি ক্রেডিট হবে, কারণ এটি-
- অনুপার্জিত আয়
- সম্ভাব্য আয়
- ভবিষ্যতের সেবা প্রদানের দায়বদ্ধতা সৃষ্টি করে
A,C
457. রেওয়ামিলে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকের টাকার পরিমাণ সমান হলেও রেওয়ামিলে ভুল থাকতে পারে কোন জাতীয় ভুলের কারণে?
- নীতির ভুল
- যোগের ভুল
- স্থানান্তরের ভুল
- উদ্বৃত্ত বের করার ভুল
458. যখন একটা ভুল আরেকটা ভুলের দ্বারা সংশোধিত হয়ে যায় তখন ওই ভুলকে কী বলে?
- লেখার ভুল
- বাদ পড়ার ভুল
- নীতিগত ভুল
- পরিপূরক বা সম্পূরক ভুল
459. হিসাবচক্রে রেওয়ামিল প্রস্তুতকরণকে বলা হয় –
- সংক্ষিপ্তকরণ
- লিপিবদ্ধকরণ
- সমন্বয়করণ
- আর্থিক বিবরণী প্রস্তুতকরণ
460. রেওয়ামিল হিসাবচক্রের কততম ধাপ?
- ৬ষ্ঠ
- ৫ম
- ৪র্থ
- ৩য়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "রেওয়ামিল - এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 46"