রেওয়ামিল – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 45
441. মি. জহিরুল তার ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার পূর্বে রেওয়ামিল প্রস্তুত করেন। উক্ত বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য ছিল-
- খতিয়ানের উদ্বৃত্তের সঠিকতা যাচাই
- আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত সহজতর করা
- জাবেদা ও খতিয়ানের ভুল-ত্রুটি উদঘাটন ও সংশোধন করা
A,B,C
442. একটি সম্পত্তি হিসাবের জের ২৯০ টাকা, যেটি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসানো হয়েছে। এই ভুলের ফলে রেওয়ামিলের উভয় দিকের পার্থক্য হবে –
- ২৯০ টাকা
- ৪৮ টাকা
- ৫৮০ টাকা
- ৮৭ টাকা
443. রেওয়ামিল প্রস্তুতের উদ্দেশ্য হলো –
- আর্থিক অবস্থা নির্ণয় করা
- গাণিতিক শুদ্ধতা যাচাই করা
- লাভ-লোকসান নির্ণয় করা
- হিসাবে কারচুপি রোধ করা
444. রেওয়ামিলে ডেবিট ও ক্রেডিটের পার্থক্যকে কী বলে?
- গরমিল হিসাব
- নামিক হিসাব
- সম্পত্তিবাচক হিসাব
- আয়-ব্যয় হিসাব
445. জনাব ইমরুল একজন হিসাবরক্ষক। তিনি যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় বাবদ ২,০০০ টাকা প্রদান করেন এবং এর প্রেক্ষিতে মজুরি হিসাবকে ডেবিট করেছেন।উপর্যুক্ত ভুলটির সংশোধনী জাবেদাকোনটি?
- যন্ত্রপাতি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট
- যন্ত্রপাতি হিসাব ডেবিট মজুরি হিসাব ক্রেডিট
- অনিশ্চিত হিসাব ডেবিট মজুরি হিসাব ক্রেডিট
- মজুরি হিসাব ডেবিট যন্ত্রপাতি হিসাব ক্রেডিট
446. উপর্যুক্ত ভুলটি কী জাতীয় ভুল?
- পরিপূরক ভুল
- নীতিগত ভুল
- বাদ পড়ার ভুল
- খতিয়ানে লেখার বুল
447. অনিশ্চিত হিসাব একটি –
- ব্যক্তিবাচক হিসাব
- সম্পত্তিবাচক হিসাব
- সাময়িক হিসাব
448. রেওয়ামিল প্রস্তুতের উদ্দেশ্য হলো –
- আর্থিক অবস্থা নির্ণয় করা
- গাণিতিক শুদ্ধতা যাচাই করা
- লাভ-লোকসান নির্ণয় করা
- হিসাবে কারচুপি রোধ করা
449. ভুল সংশোধনী জাবেদা করা হয় –
- রেওয়ামিল তৈরির পূর্বে
- রেওয়ামিল তৈরির পর কিন্তু আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে
- আর্থিক বিবরণী তৈরির পর
A,B,C
450. রেওয়ামিলের ডেবিট দিকে বসবে –
- যাবতীয় দায় হিসাবসমূহের উদ্বৃত্ত
- যাবতীয় ব্যয় হিসাবসমূহের উদ্বৃত্ত
- যাবতীয় অগ্রিম প্রদত্ত খরচ হিসাবসমূহের উদ্বৃত্ত
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।