রেওয়ামিল – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 43
421. করণিকের ভুলের কারণে –
- রেওয়ামিল মিলে যায়
- অনিশ্চিত হিসাব সৃষ্টি হয়
- পরিপূরক ভুলের সৃষ্টি হয়
A,C
422. ভুল সংশোধনী জাবেদা করা হয় –
- রেওয়ামিল তৈরির পূর্বে
- রেওয়ামিল তৈরির পর কিন্তু আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে
- আর্থিক বিবরণী তৈরির পর
A,B,C
423. রেওয়ামিল দ্বারা ভুলত্রুটি উদঘাটিত হয় –
- জাবেদা বইয়ের
- আর্থিক বিবরণীর
- খতিয়ান বইয়ের
A,C
424. রেওয়ামিলের ডেবিট দিকে দেখানো হয় কোনগুলো?
- সম্পদ ব্যয় বকেয়া আর্ন ও অগ্রিম খরচ
- সম্পদ ব্যায় অগ্রিম আর্ন ও অগ্রিম খরচ
- সম্পদ ব্যয় বকেয়া খরচ ও অগ্রিম খরচ
- দায় আর্ন বকেয়া খরচ ও অগ্রিম আয়
425. একটি হিসাবের জের ১২০ টাকা যেটি রেওয়ামিলের ভুল পার্শ্বে বসানো হয়েছে। অন্যান্য সবকিছু সঠিক হলে রেওয়ামিলের দুই পার্শ্বের পার্থক্য কত হবে?
- ১২০ টাকা
- ৬০ টাকা
- ২১০ টাকা
- ২৪০ টাকা
426. রেওয়ামিল প্রস্তুতের প্রধান উদ্দেশ্য কী?
- সঠিক হিসাব রক্ষণ
- সঠিক লাভ-ক্ষতি নিরূপণ
- সঠিক আর্থিক চিত্র প্রদর্শন
- হিসাব বইয়ের গাণিতিক পরিশুদ্ধতা যাচাই
427. 1ASC এর পূর্ণ রূপ কোনটি?
- 1nternat1onal Aud1t1ng Standard Comm1ttee
- 1nternat1onal Account1ng Standard Comm1ttee
- 1nternat1onal Assoc1at1on of Standard Comm1ttee
- 1nternat1onal Acceptable Standard Comm1ttee
428. রেওয়ামিল হিসাবচক্রের কততম স্তর?
- তৃতীয়
- চতুর্থ
- পঞ্চম
- ষষ্ঠ
429. অনিশ্চিত হিসাব একটি –
- ব্যক্তিবাচক হিসাব
- সম্পত্তিবাচক হিসাব
- সাময়িক হিসাব
430. কোন উত্তরটি যুক্তিযুক্ত?
- রেওয়ামিল ডেবিট জেরগুলো নিয়ে প্রস্তুতকৃত
- রেওয়ামিল ক্রেডিট জেরগুলোর সমন্বয়ে গঠিত
- রেওয়ামিলের ডেবিট থেকে ক্রেডিট জের বাদ দেওয়া হয়
- রেওয়ামিল ডেবিট ও ক্রেডিট জেরের সমন্বয়ে গঠিত
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।