রেওয়ামিল – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 41
406. রেওয়ামিলের দুই পাশের যোগফল অমিল হলে সাময়িকভাবে গরমিল উদ্বৃত্ত দ্বারা উভয় পাশ সমান করা যায়-
- মূলধন হিসাব না থাকলে মূলধন হিসাব নামে
- অনিশ্চিত হিসাব নামে
- Suspense Account নামে
A,B,C
407. কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়?
- সমাপনী মজুদ
- সমাপনী মনিহারি মজুদ
- সমাপনী নগদ তহবিল
- সমাপনীর মধ্যে সামগ্রীর মজুদ
408. রেওয়ামিলের ডেবিট দিকে বসবে –
- যাবতীয় দায় হিসাবসমূহের উদ্বৃত্ত
- যাবতীয় ব্যয় হিসাবসমূহের উদ্বৃত্ত
- যাবতীয় অগ্রিম প্রদত্ত হিসাবসমূহের উদ্বৃত্ত
B,C
409. রেওয়ামিল হিসাবচক্রের কততম ধাপ?
- ৬ষ্ঠ
- ৫ম
- ৪র্থ
- ৩য়
410. রেওয়ামিলে একদিকের ভুলের বৈশিষ্ট্য হলো-
- হিসাবে একটি দিকেই ভুল হয়েছে
- অপর দিকটি অনিশ্চিত হিসাবে দেখানো হবে
- ভুলের দিকই সংশোধন করতে হবে
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।