রেওয়ামিল – এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 41

রেওয়ামিল – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 41

406. রেওয়ামিলের দুই পাশের যোগফল অমিল হলে সাময়িকভাবে গরমিল উদ্বৃত্ত দ্বারা উভয় পাশ সমান করা যায়-

  1. মূলধন হিসাব না থাকলে মূলধন হিসাব নামে
  2. অনিশ্চিত হিসাব নামে
  3. Suspense Account নামে

407. কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়?

  1. সমাপনী মজুদ
  2. সমাপনী মনিহারি মজুদ
  3. সমাপনী নগদ তহবিল
  4. সমাপনীর মধ্যে সামগ্রীর মজুদ

408. রেওয়ামিলের ডেবিট দিকে বসবে –

  1. যাবতীয় দায় হিসাবসমূহের উদ্বৃত্ত
  2. যাবতীয় ব্যয় হিসাবসমূহের উদ্বৃত্ত
  3. যাবতীয় অগ্রিম প্রদত্ত হিসাবসমূহের উদ্বৃত্ত

409. রেওয়ামিল হিসাবচক্রের কততম ধাপ?

  1. ৬ষ্ঠ
  2. ৫ম
  3. ৪র্থ
  4. ৩য়

410. রেওয়ামিলে একদিকের ভুলের বৈশিষ্ট্য হলো-

  1. হিসাবে একটি দিকেই ভুল হয়েছে
  2. অপর দিকটি অনিশ্চিত হিসাবে দেখানো হবে
  3. ভুলের দিকই সংশোধন করতে হবে

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline