রাসায়নিক-বিক্রিয়া – জেএসসি-বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 818
জেএসসি-বিজ্ঞান-কুইজ | 8171. ZnS যৌগটির রাসায়নিক নাম কোনটি?
- জিংক সালপাইড
- আয়রন সালফাইড
- ক্যালসিয়াম কার্বোনেট
- ক্যালসিয়াম অক্সাইড
8172. কোনটি সংযোজন বিক্রিয়ার অন্তর্ভুক্ত?
- প্রশমন
- বিশ্লেষণ
- সংশ্লেষণ
- দহন
8173. লোহা + তুঁতে→ ক + তামা
- CuSO4
- FeSO4
- CuS
- CaCO3
8174. উদ্দীপকের বিক্রিয়াটিতে-
- ‘ক’ এর বর্ণ সবুজ
- দহন ক্রিয়া ঘটেছে
- বিক্রিয়কের দ্রবণ নেয়া হয়েছে
A,C
8175. অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত কোনটি?
- HC1
- NH3
- H2O
- NH4CI
8176. অ্যামোনিয়াম ক্লোরাইডের সাধারণ নাম কী?
- নিশাদল
- তুঁতে
- গ্লুকোজ
- ইমসন লবণ
8177. মোমের দহনে রাসায়নিক শক্তি পরিবর্তিত হয়-
- তাপশক্তি
- আলো শক্তি
- শব্দ শক্তি
A,B
8178. সংযোজন বিক্রিয়ার জন্য প্রতিটি বিক্রিয়ক পদার্থ যে ধরনের হতে পারে-
- মৌলিক পদার্থ
- যৌগিক পদার্থ
- মিশ্র পদার্থ
A,B
8179. বেকিং পাউডার ও সাইট্রিক এসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়-
- সোডিয়াম সাইট্রেট
- কার্বন ডাই-অক্সাইড
- পানি
A,B,C
8180. NH4CI এর বিয়োজনে কোনটি অত্যাবশ্যক?
- তাপ
- আলো
- চাপ
- পানি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বিজ্ঞান-কুইজ- 818"