রাসায়নিক-বিক্রিয়া – জেএসসি-বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 814
8131. Mg এর দহন বিক্রিয়ায় কোনটি গুরুত্বপূূর্ণ উপকরণ?
- বুনসেন বার্ণার
- আলো
- পানি
- জলীয় বাষ্প
8132. কপার ধাতুর অন্য নাম কী?
- দস্তা
- তামা
- ব্রোঞ্জ
- সীসা
8133. নিচের কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ?
- সোডিয়াম ক্লোরাইড
- চিনি
- গ্লুকোজ
- অ্যাসিটিক এসিড
8134. Mg এর দহন বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
- CO
- CaO
- MgO
- SO2
8135. কোনটি কুইক লাইম?
- CaO
- CaCO3
- CaCl2
- Ca(OH)2
8136. চুনাপাথরে তাপ দিলে কোন বিক্রিয়া সম্পাদিত হয়?
- সংযোজন
- সংশ্লেষণ
- প্রতিস্থাপন
- বিয়োজন
8137. জিংক সালফাইডের সংকেত কোনটি?
- CuS
- FeS
- ZnS
- Nis
8138. ক্যাথোড কী?
- ধনাত্মক তড়িৎদ্বার
- ঋণাত্মক তড়িৎদ্বার
- নিরপেক্ষ তড়িৎদ্বার
- কোনোটিই নয়
8139. FeS প্রস্তুতির জন্য প্রয়োজন-
- আয়রন
- সালফার
- তাপ
A,B,C
8140. MgO প্রস্তুতিতে প্রয়োজন-
- ম্যাগনেসিয়াম
- অক্সিজেন
- সালফার
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "রাসায়নিক-বিক্রিয়া - জেএসসি-বিজ্ঞান-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 814"