রাসায়নিক-বিক্রিয়া – জেএসসি-বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 822
8211. পদার্থের পরিবর্তন কত প্রকার?
- দুই প্রকার
- তিন প্রকার
- চার প্রকার
- পাঁচ প্রকার
8212. তুতেঁর টুকরায় তাপ দেওয়া হলে তা কী বর্ণ ধারণ করে?
- সাদা
- সবুজ
- গাঢ় নীল
- বেগুনী
8213. কপার কার্বোনেটের রাসায়নিক সংকেত কোনটি?
- CuO
- CuCO3
- Cu(OH)2
- Cu
8214. রাসায়নিক বিক্রিয়ায় তাপ-
- উৎপন্ন হয়
- শোষিত হয়
- পরিবর্তিত হয় না
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "রাসায়নিক-বিক্রিয়া - জেএসসি-বিজ্ঞান-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 822"