রাসায়নিক পরিবর্তন | পরিবর্তন – উচ্চ মাধ্যমিক-রসায়ন ১মপত্র-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 810
8091. যে প্রভাবক কোনো বিক্রিয়ার গতি হ্রাস করে তাকে কী বলে?
- ধনাত্মক প্রভাবক
- ঋণাত্মক প্রভাবক
- প্রভাবক বিষ
- প্রভাবক সহায়ক
8092. উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও: A(g) + B(ap) →C(s); ∆H = -453 kJ/mol,সাম্যধ্রুবকের মানের সাথে সংশ্লিষ্ট কতিপয় নিয়ামক বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এসব নিয়ামকের মধ্যে বিক্রিয়কের ঘনমাত্রা, তাপমাত্রা, অনুঘটক, বিক্রিয়ায় নিষ্ক্রিয় গ্যাসের প্রভাব উল্লেখযোগ্য। উপরিউক্ত বিক্রিয়ার সিস্টেমে একটি অনুঘটক যোগ করা হলে-
- উৎপাদের পরিমাণ অপরিবর্তিত থাকবে
- সক্রিয়ন শক্তি বাড়বে
- কত দ্রুত সাম্যাবস্থা অর্জিত হবে
8093. উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও: A(g) + B(ap) →C(s); ∆H = -453 kJ/mol,সাম্যধ্রুবকের মানের সাথে সংশ্লিষ্ট কতিপয় নিয়ামক বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এসব নিয়ামকের মধ্যে বিক্রিয়কের ঘনমাত্রা, তাপমাত্রা, অনুঘটক, বিক্রিয়ায় নিষ্ক্রিয় গ্যাসের প্রভাব উল্লেখযোগ্য। উপরিউক্ত বিক্রিয়ার বিক্রিয়া প্রকোষ্ঠে স্থির আয়তনে আর্গন গ্যাস যোগ করে চাপ দ্বিগুণ করা হলে কী ঘটবে?
- সাম্যাবস্থার কোন পরিবর্তন হবে না
- সাম্যাবস্থা ডান দিকে স্থানান্তরিত হবে
- A এর আংশিক চাপের পরিবর্তন ঘটবে
- Kp এর মানের পরিবর্তন ঘটবে
8094. যে সব রাসায়নিক বিক্রিয়া স্বত:স্ফূর্তভাবে সংঘটিত হয় তাদের এনথালপি (ΔH) কীরূপ?
- ধনাত্মক
- ঋণাত্মক
- বেশি
- কম
8095. গতির দিক অনুসারে বিক্রিয়া কত ধরনের ?
- দুই
- তিন
- চার
- পাঁচ
8096. বাণিজ্যিক উৎপাদন প্রক্র্রিয়ার মূলনীতি কী?
- স্বল্প সময়ে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন
- সর্বোচ্চ পরিমাণ উৎপাদন
- সাম্যাবস্থা অর্জন
- বেশি মুনাফা লাভ
8097. ঈস্ট হতে নিঃসৃত প্রাণহীন অদানাদার নাইট্রোজেনযুক্ত জটিল যৌগকে কী বলে?
- এনজাইম
- ধনাত্মক প্রভাবক
- বিবর্ধক
- জটিল প্রভাবক
8098. CFC দূষণের জন্য দায়ী কোনটি?
- অ্যারোসল ব্যবহার
- উদ্ভিদের পাণিশোষণ
- সাইকেলের ব্যবহার
- পরীক্ষাগারের কার্যক্রম
8099. রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক ও উৎপাদের ভৌত অবস্থার ভিত্তিতে সাম্যাবস্থা কয় ধরনের হয়ে থাকে? �
- 2 ধরনের
- 3 ধরনের
- 4 ধরনের
- 5 ধরনের
8100. লা-শাতেলীয়ের নীতির অন্য নাম কী?
- সচল সাম্যের নীতি
- অচল সাম্যের নীতি
- প্রশমন নীতি
- অরক্ষিত নীতি
রাসায়নিক পরিবর্তন | আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "রাসায়নিক পরিবর্তন"