রাসায়নিক পরিবর্তন | রাসায়নিক-পরিবর্তন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-রসায়ন ১মপত্র-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 806
8051. ঊর্ধ্বপাতন প্রক্রিয়া হল-
- তাপ উৎপাদী প্রক্রিয়া
- তাপহারী প্রক্রিয়া
- তাপ উৎপন্ন হওয়ার প্রক্রিয়া
- থিতানো প্রক্রিয়া
8052. প্রতি কত ডিগ্রী তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার গতিবেগ দ্বিগুণ বা তিনগুণ বৃদ্ধি পায়?
- 50C
- 100C
- 150C
- 200C
8053. গ্যাসের আংশিক চাপ প্রতি একক আয়তনে উপস্থিত তার গ্রাম অণুর -হয়?
- ব্যস্তানুপাতিক
- বর্গমূলের ব্যস্তানুপাতিক
- সমানুপাতিক
- বর্গমূলের সমানুপাতিক
8054. ল্যান্ডডোল্ট এর পরীক্ষায় ব্যবহৃত কাচ নলের আকৃতি কেমন?
- U-আকৃতির
- H-আকৃতির
- V-আকৃতির
- গোলতলী ফ্লাস্ক আকৃতির
8055. কোনটি সাম্যাবস্থার শর্ত?
- উভমুখিতা
- একমুখিতা
- গতিহীনতা
- প্রভাবকের উপর নির্ভরশীলতা
8056. প্রথম বিক্রিয়াতে উপস্থিত এনজাইমটির নাম কী?
- জাইমেজ
- ইউরিয়েজ
- ইনভারটেজ
- অ্যামাইলেজ
8057. তীব্র অম্ল ও মৃদু ক্ষারের সঠিক নির্দেশক-
- ব্রোমোক্রিসল গ্রীন
- মিথাইল রেড
- মিথাইল অরেঞ্জ
8058. একটি এ্যাসিড বা ক্ষারকের আয়নিক হওয়ার মাত্রাকে কী বলা হয়?
- মৌল ভগ্নাংশ
- আয়নিকরণ
- বিয়োজন মাত্রা
- ইলেকট্রন পরিবাহিতা
8059. নেগেটিভ প্রভাবক কোনটি?
- MnO2
- V2O5
- অ্যালকোহল
- হাইড্রোটিকুনোন
8060. আর্দ্র কপার সালফেটের তাপীয় বিয়োজন-
- একমুখী বিক্রিয়া
- উভমুখী বিক্রিয়া
- অসম্পূর্ণ বিক্রিয়া
রাসায়নিক পরিবর্তন | আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "রাসায়নিক পরিবর্তন"